এক্সপ্লোর
আমি উত্তরপ্রদেশের দত্তক পুত্র, বাবা-মাকে ছেড়ে যাব না, জনসভায় মোদী

হরদই: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারে নিজেকে এই রাজ্যের দত্তক পুত্র বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভগবান কৃষ্ণর কথা উল্লেখ করে তিনি বললেন, ‘কৃষ্ণ উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করে গুজরাতকে তাঁর কর্মভূমি করেছিলেন। আমি গুজরাতে জন্মেছি। উত্তরপ্রদেশ আমাকে দত্তক নিয়েছে। এই রাজ্য আমার বাবা-মা। আমি তেমন ছেলে না যে বাবা-মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব। আপনারা আমাকে দত্তক নিয়েছেন। আপনাদের জন্য কাজ করা আমার কর্তব্য।’ এদিনের সভা থেকে একযোগে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেসকে আক্রমণ করেছেন মোদী। উত্তরপ্রদেশের দারিদ্র্য নিয়ে তিনি বলেছেন, ‘এই রাজ্যে গঙ্গা-যমুনা আছে, মাটি সবচেয়ে উর্বর। কোটি কোটি শ্রমিক আছে। কিন্তু এখনও দারিদ্র্য আছে। সরকারের সদিচ্ছার অভাবেই এটা হয়েছে। সপা, বসপা, কংগ্রেস রাজ্যের উন্নতির কথা ভাবেনি। তারা শুধু নিজেদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখার কথাই ভেবেছে। উত্তরপ্রদেশকে সপা, বসপা, কংগ্রেসের হাত থেকে মুক্ত না করতে পারলে রাজ্যের ভবিষ্যৎ বদলাবে না।’ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলে পাঁচ বছরের মধ্যে উত্তরপ্রদেশের মানুষকে সব সমস্যার হাত থেকে মুক্তির পথ দেখাবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















