এক্সপ্লোর
Advertisement
১,০০০ কোটি টাকা বেনামি সম্পত্তি কাণ্ডে লালুর সহযোগীদের সংস্থায় আয়কর হানা
নয়াদিল্লি: ফের বিপাকে লালুপ্রসাদ যাদব। দিল্লি-এনসিআরে তাঁর সহযোগীদের ২২টি ঠিকানায় সিবিআই তল্লাশি হয়েছে। ১,০০০ কোটি টাকার বেনামি সম্পত্তি সংক্রান্ত অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
সরকারি আধিকারিকরা জানিয়েছেন, দিল্লি, গুরুগ্রাম, রেওয়ারি ও আরও কিছু এলাকার জনাকয়েক নামি ব্যবসায়ী ও রিয়্যাল এস্টেট এজেন্টের সম্পত্তিতে আয়কর হানা চলেছে। ঘটনা হল, এঁরা সকলেই আরজেডি সুপ্রিমো ও তাঁর পরিবারের সঙ্গে যুক্ত। এঁদের বিরুদ্ধে হাজার কোটির বেনামি সম্পত্তি ছাড়াও কর ফাঁকিরও অভিযোগ রয়েছে। আরজেডি সাংসদ পি সি গুপ্তর ছেলেও রয়েছেন এঁদের মধ্যে।
১০০-র মত আয়কর আধিকারিক ও পুলিশকর্মী এই তল্লাশিতে যোগ দেন। ১২টি ঠিকানায় তল্লাশি চলেছে, আরও ১০টি সরকারি ভবনও নজরে রয়েছে আয়করের।
বিজেপি গত সপ্তাহে অভিযোগ করে, লালু, তাঁর মেয়ে মিশা ভারতী ও দুই ছেলে তেজস্বী আর তেজপ্রতাপ হাজার কোটি টাকার জমি কেলেঙ্কারি করেছেন। এ জন্য সরকারি বাসভবনও কাজে লাগিয়েছেন তাঁরা। কেন্দ্রীয় সরকারকে এর বিরুদ্ধে তদন্ত শুরুর অনুরোধ করে বিজেপি।
তারা আরও অভিযোগ করে, বিহার ছাড়িয়ে দিল্লিতেও লালু জমি কেলেঙ্কারি শেকড় ছড়িয়েছে। তাঁর পরিবারের সদস্যদের এমন বহু কোম্পানি রয়েছে, যেগুলির কোনও কর্মী নেই, কোনও ব্যবসায়িক কাজকর্ম নেই, নেই কোনও লাভলোকসানের হিসেবও। এগুলির কাজই শুধু বেআইনি জমি লেনদেনের রাস্তা পরিষ্কার করা।
পটনায় ৭.৫ লাখ বর্গ ফুট এলাকায় লালুর ছেলেরা রাজ্যের বৃহত্তম যে শপিং মল তৈরি করছেন, তাও এমনই বেআইনি লেনদেনের অংশ বলে অভিযোগ উঠেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
স্বাস্থ্য
Advertisement