এক্সপ্লোর
দুর্নীতিগ্রস্তরা মেরে ফেলার চেষ্টা করছে, পিছু হঠব না; এবার ব্যবস্থা বেনামি সম্পত্তির বিরুদ্ধে, বললেন প্রধানমন্ত্রী

পানাজি: দেশকে দুর্নীতিমুক্ত করার আকাঙ্খায় দুবছর আগে তাঁর ভোটের ঝুলি ভরে দিয়েছিলেন অসংখ্য মানুষ। তাঁদের প্রতি দায়িত্ব তিনি ভুলে যেতে পারেন না। তাই কালো টাকার বিরুদ্ধে এই আচমকা পদক্ষেপ। উত্তর গোয়ার মোপায় একটি আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বললেন। ৮ তারিখ রাতে জাতির উদ্দেশে ভাষণে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল ঘোষণার পর এই প্রথম এ নিয়ে দেশবাসীকে সম্বোধন করলেন তিনি। নোট বাতিলের আচমকা ঘোষণায় মানুষের ভোগান্তির কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, তিনি দারিদ্র্য দেখেছেন, সাধারণ নাগরিকের কষ্ট বোঝেন। কিন্তু আগুপিছু না ভেবে নিছক ক্ষমতা দেখানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। নোট বাতিল আচমকা সিদ্ধান্ত নয়, ১০ মাস আগেই এই প্রক্রিয়া শুরু হয় বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। এর সুফল দেখাতে ব্যর্থ হলে দেশবাসীর দেওয়া শাস্তি মাথা পেতে মেনে নেবেন তিনি। দেশের মানুষকে তাঁর অনুরোধ, তাঁকে আর ৫০টি দিন দেওয়া হোক। দেশকে দুর্নীতিমুক্ত করতে আরও বেশ কিছু পরিকল্পনার কথা তাঁর রয়েছে। বেনামি সম্পত্তি যাঁদের রয়েছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নাম না করে কংগ্রেসকে আক্রমণ করে তাঁর মন্তব্য, আগের সরকার দুর্নীতিদমনে কোনও পদক্ষেপ করেনি। কিন্তু তিনি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ চালানোর জন্য মানুষের ভোট পেয়েছেন। এই লড়াই থেকে তাই সরবেন না। রাহুল গাঁধী দিনকয়েক আগে পার্লামেন্ট স্ট্রিটে মানুষের লাইনে দাঁড়িয়ে ব্যাঙ্ক থেকে টাকা ভাঙিয়েছেন। নাম না করে রাহুলকে বিদ্রুপ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তাঁর সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত টুজি, কয়লা কেলেঙ্কারির কুশীলবদের মানুষের লাইনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন তিনি। মোদীর কথায়, ৮ তারিখ বহু মানুষ শান্তিতে ঘুমিয়েছেন। আবার অনেকের চোখে এখনও ঘুম নেই। বিরোধীদের সমালোচনার জবাবে তাঁর মন্তব্য, দুর্নীতি ও কালো টাকা রুখতে নোট বাতিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু কিছু মানুষ আছেন, যাঁরা নিজেদের দুনিয়ায় মজে থাকতে ভালবাসেন। মোদী জানিয়েছেন, সিংহভাগ সাংসদ তাঁকে এসে অনুরোধ করেন, গয়না কেনার সময় প্যান নম্বর আবশ্যিক করার কোনও দরকার নেই। ৭০ বছরের এই অসুখ ১৭ মাসে নিরাময় করতে নেমেছেন তিনি। ভাষণ দিতে দিতে গলা বুজে আসে প্রধানমন্ত্রীর। তিনি বলেন, যা কিছু তাঁকে ছাড়তে হয়েছে, তা দেশের জন্য ছেড়েছেন। বিরাট অফিসে চেয়ারে বসে মৌজ করার জন্য জন্ম হয়নি তাঁর। পরিবার, সংসার- সবই ছেড়েছেন দেশের জন্য। বিরোধীদের প্রতি তাঁর মন্তব্য, নোট বাতিল নিয়ে যাঁরা রাজনীতি করতে চান, তাঁরা তা স্বচ্ছন্দে করতে পারেন। কিন্তু দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে। যারা এতদিন দেশবাসীর ওপর ডাকাতি করেছে, তারাই এখন সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে বলে তাঁর অভিযোগ। প্রধানমন্ত্রীর কথায়, তাঁর বিরুদ্ধে অনেক শক্তি কাজ করছে, হয়তো তারা তাঁকে বাঁচতে দেবে না। তাদের ৭০ বছরের লুঠপাটের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে বলে তারা তাঁর বিরুদ্ধে খড়হস্ত হয়েছে। কিন্তু এ সবের জন্য তৈরি আছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















