এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
পঠানকোট হামলার পর পরিস্থিতি মোকাবিলায় বায়ুসেনা এখন অনেক ভালভাবে প্রস্তুত:অরূপ রাহা
নয়াদিল্লি: বর্তমান বায়ুসেনা প্রধান অরূপ রাহা, তাঁর পূর্বসূরী অগুস্তা ওয়েস্টল্যান্ড মামলায় এসপি ত্যাগীর জামিন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন এভাবে তাঁকে জেলের পিছনে আটকে রাখা উচিত্ নয়। অরূপ রাহা একথাও বলেন, ত্যাগী ছিলেন বায়ুসেনার বর্ধিত পরিবারের সদস্যের মতো। তাঁর মতো মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকা কখনওই উচিত্ নয়, কারণ এখনও পর্যন্ত এই মামলায় ত্যাগীর দোষ প্রমাণ হয়নি।
তবে এর সঙ্গে বায়ুসেনা প্রধান একথাও উল্লেখ করতে ভোলেননি যদি অগুস্তা ওয়েস্টল্যান্ড মামলায় ত্যাগীর দোষ প্রমাণিত হয়, তাহলে তাঁরা ত্যাগীর সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখবেন না।
প্রসঙ্গত, সোমবারই পাতিয়ালা হাউস কোর্ট ত্যাগীর জামিন মঞ্জুর করে। যদিও সিবিআই আইনজীবী ত্যাগীর জামিনের বিরোধিতা করে বলেছিলেন, তিনি বাইরে গিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারেন।
এদিকে পঠানকোট পরবর্তী বায়ুসেনার হালহকিকত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বায়ুসেনা প্রধান বলেন, তাঁরা এখন যথেষ্ট ভালভাবে প্রস্তুত যেকোনও পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement