এক্সপ্লোর
জিও-কে টক্কর দিতে সস্তার ফোন আনবে আইডিয়া
![জিও-কে টক্কর দিতে সস্তার ফোন আনবে আইডিয়া Idea Will Launch Cheap Phone May Cost 2500 Rs জিও-কে টক্কর দিতে সস্তার ফোন আনবে আইডিয়া](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/30075502/IDEA2-580x393.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সম্প্রতি রিলায়েন্স জিও-র ৪ জি ফিচার ফোন টেলিকম ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির কাছে নয়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জের মোকাবিলায় এবার পাল্টা সস্তা ফোন বাজারে আনার পরিকল্পনা হাতে নিয়েছে আইডিয়া সেলুলার। এব্যাপারে আইডিয়া সেলুলার মোবাইল ফোন উত্পাদনকারী সংস্থার সঙ্গে কাজ শুরু করেছে। আইডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিমাংশু কাপানিয়া এ কথা জানিয়েছেন।
একইসঙ্গে আইডিয়া জানিয়ে দিয়েছে, এক্ষেত্রে কোনও ভর্তুকি দেওয়া হবে না।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, তারা মোবাইল হ্যান্ডসেটের দাম কম করার লক্ষ্যে কাজ করছে। কাপানিয়া বলেছেন, এ ক্ষেত্রে হ্যান্ডসেটের দাম ২,৫০০ টাকা হবে।
উল্লেখ্য, রিলায়েন্স ইনফোকম যখন সস্তার ফোন বাজারে এনেছিল, তখন টেলিকম সংস্থাগুলি হ্যান্ডসেট প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কাজ করেছিল।
কাপানিয়া বলেছেন, জিও-র ঘোষণা এবং বেশি সংখ্যায় ফোন দেওয়ার পরিপ্রেক্ষিতে হ্যান্ডসেট প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে কাজ করা এবং একই ধরনের ফোনে বাজারে নিয়ে আসার প্রয়োজনীয়তা রয়েছে।
সম্প্রতি জিও ৪জি ফিচার ফোন বাজারে আনার ঘোষণা করেছে। এর প্রি বুকিং ২৪ আগস্ট শুরু হচ্ছে। নিখরচায় পাওয়া যাবে এই ফোন। তবে এ জন্য ১,৫০০ টাকা জমা রাখতে হবে। ৩ বছর পর ওই টাকা ফেরত পাওয়া যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)