এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের চিহ্নিত করা হোক, পুলিশকে নির্দেশ আদিত্যনাথের
লখনউ: উত্তরপ্রদেশে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের চিহ্নিত করার জন্য পুলিশ আধিকারিকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর জন্য তিনি জরিপের ব্যবস্থা করতে বলেছেন। সীমান্ত পেরিয়ে বিদেশিরা যাতে উত্তরপ্রদেশে অনুপ্রবেশ করতে না পারে, তার জন্য অনবরত প্রচার চালিয়ে যাওয়ার কথাও বলেছেন আদিত্যনাথ।
গতকাল রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই তিনি বলেন, ‘রাজ্যে অপরাধীদের কোনও জায়গা নেই। তাদের রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য করতে হবে। থানার অদক্ষ ও অ-সংবেদনশীল আধিকারিকদেরও চিহ্নিত করে বার করে দিতে হবে।’
অবৈধভাবে বাস করা বিদেশিদের চিহ্নিত করে রাজ্য থেকে বার করে দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দীপাবলি ও ছটপুজোর সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করার জন্যও পুলিশকর্মীদের নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ। এই দু’টি উৎসবের সময় কোনওরকম গণ্ডগোল হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন আদিত্যনাথ। তিনি অপরাধীদের উপর নজর রাখার জন্য পুলিশের ৩,২০০ গাড়িকে সবসময় টহল দেওয়ার জন্য তৈরি থাকারও নির্দেশ দিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement