এক্সপ্লোর
Advertisement
ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখতে বলা হলে তো মানুষ বাড়িতে টাকা রাখবেন: নাইডু
অমরাবতী: অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখা এবং বারবার লেনদেনের ওপর চার্জ বসানোর যে নিয়ম বলবত্ করতে চলেছে, তার সমালোচনা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি বলেছেন, একদিকে ডিজিটাল লেনদেনের কথা বলা হচ্ছে। আর অন্যদিকে, এই সব ব্যবস্থা নিচ্ছে ব্যাঙ্কগুলি। এ ধরনের নিয়ম চালু হলে এবং গ্রাহকদের কাছে সমস্যা তৈরি করলে লোকজন তো ব্যাঙ্কে টাকা রাখা বন্ধ করে বাড়িতেই রাখবেন। আর তা হলে ডিজিটাল অর্থনীতি চালু করার প্রয়াসটাই তো ধাক্কা খাবে।
নোট বাতিলের পর কেন্দ্র ডিজিটাল অর্থনীতি সম্পর্কে মুখ্যমন্ত্রীদের নিয়ে যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল তার প্রধান চন্দ্রবাবু। তিনি বলেছেন, ডিজিটাল অর্থনীতির পথে ব্যাঙ্কগুলির ব্যাঘাত তৈরি করা উচিত নয়। এভাবে ন্যূনতম ব্যালান্স রাখা, বারবার লেনদেনের জন্য চার্জ বসানো একেবারেই ঠিক নয়। এই সব সিদ্ধান্তের ফলে ডিজিটাল লেনদেনের লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে না।
চন্দ্রবাবু বলেছেন, ডিজিটাল অর্থনীতির লক্ষ্য হল, প্রত্যেকেই যাতে তাঁদের টাকা ব্যাঙ্কে রাখেন। নগদের থেকে ডিজিটাল লেনদেনের খরচ কম হওয়া উচিত। তা হলেই এই লক্ষ্য সফল হবে। এটাই তো স্বাভাবিক নিয়ম।
ব্যাঙ্কের নিয়মগুলি নিয়ে জাতীয় পর্যায়েও সরব হবেন বলে জানিয়েছেন চন্দ্রবাবু।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement