এক্সপ্লোর
Advertisement
বিহারে সিল করা হল অবৈধ কসাইখানা, গ্রেফতার ৩
আরা: বিহারের ভোজপুর জেলার রানিসাগর গ্রামে অবৈধ কসাইখানা চালানোর অভিযোগে গ্রেফতার করা হল তিনজনকে। অভিযুক্ত আরও তিন ব্যক্তি পলাতক। ওই কসাইখানাটি সিল করে দিয়েছে জেলা প্রশাসন।
জেলাশাসক সঞ্জীব কুমার বলেছেন, ‘ওই অবৈধ কসাইখানাটি বেশ কয়েক বছর ধরে চলছিল। গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে আইনানুসারে মামলা দায়ের করা হয়েছে। যে তিনজন পলাতক, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। রানিসাগর গ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলে উত্তেজনা থাকায় ডেপুটি পুলিশ সুপার দয়াশঙ্করের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনীকে সেখানে মোতায়েন করা হয়েছে।’
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া তিন ব্যক্তির নাম সরফুদ্দিন (৪৫), আজিমুল্লা খান (৪৪) ও গুলাম খান (৫০)। তারা তিনজনেই রোহতাস জেলার বাসিন্দা। গতকাল এই অবৈধ কসাইখানা থেকেই একটি ট্রাকে করে মুজফফরপরে মাংস নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় মানুষজন শাহপুর বাজারে ট্রাকটিকে আটকান। ওই ট্রাকে থাকা তিনজনকে পুলিশের হাতে তুলে দেয় জনতা। অপর একজন পালিয়ে যায়। আটক তিনজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। যদিও জেলাশাসক সেই অভিযোগ অস্বীকার করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement