এক্সপ্লোর
Advertisement
রাজস্থানের এই জেলে ধর্ষণে অভিযুক্ত এখন আরজে-র ভূমিকায়
জয়পুর: রাজস্থানের ভিলওয়াড়া ডিস্ট্রিক্ট জেলে এখন যাকে বলে উৎসবের আমেজ। জেলের মধ্যেই কমিউনিটি রেডিও প্রোগ্রাম শুরু হয়েছে। আর রেডিও জকি কে জানেন? এক ধর্ষণে অভিযুক্ত!
২৪ বছরের ওই বিচারাধীন বন্দির নাম অজিত সিংহ শাক্তাওয়াত। ৩৫০ সহ বন্দিকে হাসি মজায় মাতিয়ে রাখার কাজটা অনায়াসে পালন করে সে। তার ঠাট্টা, ইয়ার্কি আর গানের অনুরোধ পালন পুলিশ থেকে জেলবন্দি- সকলের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে।
অনুষ্ঠানের নাম জেল বাণী। অনুষ্ঠান সম্প্রচারের জন্য বসানো হয়েছে ট্রান্সমিটার, জেলের মধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকেই চলে জেল বাণীর অনুষ্ঠান। প্রতিদিন বেলা ১টা থেকে ২টো পর্যন্ত এই অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, রাজস্থানের ইতিহাস, অধ্যাত্ম সঙ্গীত থেকে হালকা রঙ্গরস, চুটকি- সবই চলে পুরোদমে। প্রতিটি ব্যারাকে স্পিকার বসানো হয়েছে এ জন্য, যাতে জেল বন্দিরা সকলে অনুষ্ঠান শুনতে পান।
আসা যাক আর জে অজিতের কথায়। ভিলওয়াড়ার মণ্ডলগড় এলাকার প্রাক্তন এই ছাত্রনেতার সঙ্গে এক তরুণীর সম্পর্ক ছিল, যিনি আত্মহত্যা করেন। তাঁর বাবা মা অজিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। তারপর থেকে ৪ বছর ধরে এই জেলই তাঁর ঘরবাড়ি।
এই জেলেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন তিনি। আর এখন আরজের ভূমিকায় তাঁর পারফরম্যান্স দুর্দান্ত জনপ্রিয় হয়েছে।
অজিতের পাশাপাশি অন্যান্য জেলবন্দিদের দিয়েও অুষ্ঠানের সঞ্চালনার কথা ভাবছে জেল কর্তৃপক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement