এক্সপ্লোর
কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য, উদ্ধার ৬৫ হাজার কোটি কালো টাকা

নয়াদিল্লি: কাজ হল হুঁশিয়ারিতে। উদ্ধার হল ৬৫ হাজার ২৫০ কোটি কালো টাকা। হুঁশিয়ারির মুখে সম্পত্তির কথা ঘোষণা করেছেন ৬৪, ২৭৫ জন। শনিবার এমনটাই জানালেন অরুণ জেটলি। এই সাফল্যের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। কয়েকদিন আগেই, কালো টাকা নিয়ে তথ্য জানানোর জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। কেন্দ্র সাফ জানিয়ে দেয়, কর ফাঁকি দিয়ে যাঁরা বিদেশের ব্যাঙ্কে টাকা গচ্ছিত রেখেছেন, তাঁদের সম্পত্তি সম্পর্কে যাবতীয় তথ্য জানাতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। সেই টাকার জন্য কর ও জরিমানা মিটিয়ে দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। না হলে নতুন কালো টাকা আইন অনুযায়ী ফৌজদারি মামলার মুখে তো পড়তে হবেই, এমনকী, দশ বছর পর্যন্ত জেলও হতে পারে। কাজ হয়েছে সেই হুঁশিয়ারিতেই। আগামী বছরের ১ এপ্রিল থেকে দেশে কালো টাকা সংক্রান্ত আইন কার্যকর হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















