ব্যাঙ্ক ড্রাফটে এবার থেকে থাকবে প্রেরকের নাম, সিদ্ধান্ত আরবিআই-এর
মুম্বই: ডিমান্ড ড্রাফটে প্রেরকের নাম-পরিচয় না থাকার দরুন অনেক ক্ষেত্রে তার অপব্যবহার হচ্ছে। এমনকী, বিভিন্ন সময়ে আর্থিক তছরুপের ঘটনাও ঘটছে।
এই আশঙ্কা ও উদ্বেগ থেকে এবার ডিমান্ড ড্রাফ্ট, পে অর্ডার, ব্যাঙ্কার্স চেকে প্রেরকের নাম অন্তর্ভুক্ত করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। বৃহস্পতিবার, এই মর্মে সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ ব্যাঙ্ক। সেখানে স্থির হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে যে ড্রাফট, পে অর্ডার বা ব্যাঙ্কার্স চেক ব্যাঙ্ক থেকে জারি করা হবে, তার সামনের দিকে প্রেরকের নাম উল্লিখিত থাকবে।
আরবিআই-এর জারি করা নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে— ব্যাঙ্কগুলিকে নিশ্চিত হতে হবে যে, ৫০ হাজার টাকা বা তার অধিক মূল্যের যে কোনও ডিমান্ড ড্রাফট, মেল/টেলিগ্রাফিক ট্রান্সফার সহ যে কোনও মাধ্যম এবং ট্রাভেলার্স চেক ইস্যু করার সময় কোনও অবস্থাতেই নগদের বিনিময়ে যেন তা না করা হয়। অবশ্যই, প্রেরকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা চেকের বিনিময়ে ওই ড্রাফট/পে অর্ডার তৈরি করতে হবে।
আরবিআই-এর গাইডলাইন অনুযায়ী, ড্রাফটের মূল্য ৫০ হাজার টাকা বা তার অধিক হলে, তা আয়করের আওতায় পড়ে। মূ্ল্য কম হলে, সেক্ষেত্রে প্যান নম্বরের প্রয়োজন হয় না। শীর্ষ ব্যাঙ্কের সূত্রের খবর, ২০১৬ সালের নভেম্বর মাসে কেন্দ্রের নোট বাতিল জারি হওয়ার পর দেখা যায়, বহুক্ষেত্রে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আর্থিক তছরুপের ঘটনা ঘটেছে। সেই সময় কয়েকজন ড্রাফটের মাধ্যমে পুরনো নোট নতুন নোটে পাল্টে দেন।