Independence Day 2020 LIVE: শুরু জাতীয় ডিজিটাল হেলথ মিশন, প্রত্যেক ভারতীয়র কাছে থাকবে স্বাস্থ্য সম্পর্কিত নিজস্ব আইডি, থাকবে রোগ সম্পর্কিত সব তথ্য,ঘোষণা প্রধানমন্ত্রীর
এই নিয়ে টানা সপ্তমবার লালকেল্লার প্রাচীর থেকে স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন মোদি
LIVE
Background
নয়াদিল্লি: আজ ৭৪ তম স্বাধীনতা দিবস। লালকেল্লা থেকে পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল সাতটা আঠারো নাগাদ লালকেল্লায় পৌঁছবেন নরেন্দ্র মোদি। তাঁকে জানানো হবে গার্ড অফ অনার। অনুষ্ঠানে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী, প্রতিরক্ষা সচিব-সহ দিল্লি প্রশাসনের বিশিষ্টরা।
এই নিয়ে টানা সপ্তমবার লালকেল্লার প্রাচীর থেকে স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন মোদি। করোনাভাইরাস অতিমারীর আবহে এবার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান কিছুটা অন্যরকম। ৮০০-র পরিবর্তে ১০০ অতিথিই ওপরে বসতে পারবেন। করোনা সংক্রান্ত প্রোটোকল মেনেই এবারর স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান আয়োজন। এ জন্য লালকেল্লায় উপস্থিত প্রধানমন্ত্রী সহ অন্যান্য অতিথিদের মাস্ক পরা অবস্থায় দেখা যাবে।
অনুষ্ঠান শুরুর আগে রাজঘাটে জাতির জনক মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। সকাল ৭.০৬ টা নাগাদ রাজঘাটে পৌঁছবেন প্রধানমন্ত্রী। ৮ মিনিট সেখানে থাকার পর ৭.১৪ টায় লালকেল্লার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। লালকেল্লায় পৌঁছবেন ৭.১৮ টায়। সাড়ে সাতটায় জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে তাঁর ভাষণ শুরু হবে।
প্রধানমন্ত্রী দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভকামনা।