এক্সপ্লোর
Advertisement
গত ৫ বছরে দেশে জিডিপি বৃদ্ধির হার সর্বোচ্চ, ২৩৯ বিলিয়ন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে, বললেন গয়াল
নয়াদিল্লি: ভারত গত ৫ বছরে গোটা দুনিয়ায় সবচেয়ে উজ্জ্বল ক্ষেত্র হিসাবে উঠে এসেছে, দেশে জিডিপি বৃদ্ধির হার এই সময়কালে সর্বোচ্চ হয়েছে, যা আগের কোনও সরকারের আমলেই হয়নি। অন্তর্বর্তী বাজেট পেশ করে দাবি করলেন পীযূষ গয়াল। আজ ২০১৯ এর ভোটের আগে মোদি সরকারের শেষ বাজেট পেশ করে গয়াল আরও বলেন, ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা বৃহত্ অর্থনীতি। গত ৫ বছরে জিডিপি বৃদ্ধি যে কোনও পূর্ববর্তী সরকারের চেয়ে বেশি হয়েছে। মোদি সরকার দুই অঙ্কের ঘরের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এনেছে, উচ্চ হারের মুদ্রাস্ফীতির রাশ টেনে ধরেছে বলেও দাবি করেন তিনি।
গত ৫ বছরে দেশে ২৩৯ বিলিয়ন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে বলেও দাবি করেন গয়াল। বলেন, দেশে স্থায়ী সরকার আছে, যারা কী ধরনের নিয়ন্ত্রণমুখী পদক্ষেপ করবে আগাম বোঝা যায়, ক্রমবর্ধমান অর্থনীতি চালু আছে, যার বুনিয়াদ অত্যন্ত মজবুত। এরই ফলশ্রুতিতে বিপুল এফডিআই এসেছে। তিনি আরও বলেন, এই সময়কালে এফডিআই নীতিরও দ্রুত উদারীকরণ হয়েছে, যাতে বেশিরভাগ এফডিআই অটোমেটিক রুটে আসার ছাড়পত্র পেয়েছে।
সিঙ্গল ব্র্যান্ডের খুচরো ব্যবসা, প্রতিরক্ষা, বিমান, ফুড প্রসেসিংয়ে বিদেশি বিনিয়োগের নিয়মকানু শিথিল করেছে বলেও জানান তিনি। বলেন, সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ পাওয়া ক্ষেত্রগুলির মধ্যে আছে পরিষেবা, কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়্যার, টেলিযোগাযোগ, ট্রেডিং, নির্মাণ, অটোমোবাইল ও বিদ্যুত্। যেসব দেশ থেকে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ এসেছে, সেগুলির মধ্যে আছে সিঙ্গাপুর, মরিশাস, আমেরিকা, জাপান, নেদারল্যান্ডস। একাধিক সেক্টরে যেমন অটোমেটিক রুটে অনুমোদন আসছে, তেমনই কয়েকটি ক্ষেত্রে সরকারের অনুমোদন প্রয়োজন হয়। উন্নয়ন চাঙ্গা করতে পরিকাঠামো ক্ষেত্রে আমূল সংস্কারের জন্য আগামী বছরগুলিতে প্রচুর পরিমাণে এফডিআই চাই। বিদেশি বিনিয়োগ ভাল থাকলে ব্যালেন্স অব পেমেন্টে ভারসাম্য ও টাকার দাম ধরে রাখায় সুবিধা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement