এক্সপ্লোর
Advertisement
মেহুলের ঢোকার খবর পেয়েই আটক করতে অ্যান্টিগা প্রশাসনকে বলেছে ভারত, জানাল সূত্র
নয়াদিল্লি: পিএনবি জালিয়াতি মামলায় অভিযুক্ত পলাতক মেহুল চোকসি অ্যান্টিগা ও বার্বুডায় রয়েছেন, সেখানকার নাগরিকত্বও পেয়েছেন, এহেন খবরের পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করতে ক্যারিবিয় দ্বীপপুঞ্জের দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করল ভারত সরকার। সূত্রের খবর, ভারত সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে অ্যান্টিগা প্রশাসনের সঙ্গে।
সরকারি সূত্রে বলা হয়েছে, বিদেশ মন্ত্রক মেহুলের অ্যান্টিগায় থাকার সম্ভাবনার ব্যাপারে খবর পাওয়া মাত্র জর্জটাউনে ভারতীয় হাইকমিশন লিখিত ভাবে ও ফোনে অ্যান্টিগা ও বার্বুডা সরকারকে সতর্ক করে, তাদের মাটিতে তাঁর থাকার খবরের সত্যতা যাচাই করতে বলে, তাঁকে আটক করার আবেদন জানায় যাতে তিনি স্থল, সমুদ্রপথে বা উড়ানে পালাতে না পারেন।
গত সপ্তাহে মেহুল নাকি দাবি করেছেন বলে শোনা যায় যে, ক্যারিবিয় দ্বীপপুঞ্জের দেশটি ১৩২টি দেশে ভিসা ছাড়া যাওয়ার সুবিধা দেয়, তাই নিজের ব্যবসার পরিধি বাড়াতে তিনি গত বছর অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছেন।
সরকারি সূত্রটি বলেছে, আমাদের হাইকমিশনার আজ অ্যান্টিগা ও বার্বুডা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করছেন। বিষয়টি নিয়ে ভারত সরকারের নানা এজেন্সি অ্যান্টিগা ও বার্বুডা সরকারের সঙ্গে যোগাযোগ রেখে যাব আমরা।
হিরে ব্যবসায়ী মেহুল চোকসি ও তাঁর ভাগ্নে নীরব মোদীর বিরুদ্ধে পিএনবিকে ১৩৪০০ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগে তদন্ত করছে ইডি ও সিবিআই। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেশ কিছু কর্মীরও ওই আর্থিক জালিয়াতির ব্যাপারে তাঁদের সঙ্গে সম্ভবত যোগসাজশ ছিল।
চলতি বছরের জানুয়ারি এই কেলেঙ্কারি ফাঁস হয়। যদিও তা শুরু হয়েছিল সম্ভবত ২০১১-য়। কেলেঙ্কারি প্রকাশ্যে আসার প্রায় এক পক্ষকাল আগেই মেহুল, নীরব ছাড়তে ছাড়েন। ফেব্রুয়ারিতে বাতিল হয় মেহুলের বৈধ পাসপোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement