এক্সপ্লোর
বিশ্বে সবথেকে বেশি অস্ত্র আমদানি করে ভারত, দাবি গবেষণায়

নয়াদিল্লি: গত ৫ বছরে ভারতেই নাকি বিশ্বের সবথেকে বেশি অস্ত্র আমদানি হয়েছে। এই পরিমাণ চিন ও পাকিস্তানের থেকে বেশি। এমনটাই দাবি করেছে সুইডেনের স্টকহোমের এক সংস্থা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপরি নামে ওই সংস্থা বলছে, ২০১২ থেকে ২০১৬-র মধ্যে গোটা বিশ্বে যত অস্ত্র রফতানি হয়েছে, তার ১৩ শতাংশ আমদানি করেছে ভারত। পরিমাণটা অন্য সব দেশের থেকে বেশি। চিন এখন আমদানি কমিয়ে চেষ্টা করছে, দেশি প্রযুক্তিতে তৈরি অস্ত্র বেশি করে ব্যবহার করার। কিন্তু ভারত এখনও অস্ত্র তৈরির প্রযুক্তির জন্য রাশিয়া, আমেরিকা, ইউরোপ, ইজরায়েল ও দক্ষিণ কোরিয়ার ওপর নির্ভরশীল। স্টকহোমের সংস্থাটির দাবি, ২০০৭ থেকে ২০১১ আর ২০১২ থেকে ‘১৬-র মধ্যে অস্ত্র আমদানি ৪৩ শতাংশ বাড়িয়েছে ভারত। শেষ ৪ বছরে তাদের আমদানি ছাপিয়ে গিয়েছে চিন আর পাকিস্তানকে। ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর গত ৫ বছরে মধ্য প্রাচ্য ও এশিয়ায় অস্ত্র আমদানি বেড়ে গিয়েছে চোখে পড়ার মত। ২০১২ থেকে ‘১৬-র মধ্যে সৌদি আরব ছিল অস্ত্র আমদানিতে বিশ্বে দ্বিতীয়। বিশ্বে অস্ত্র প্রস্তুতকারক দেশগুলির মধ্যে ২০১২-১৬-র মধ্যে রাশিয়া রফতানি করেছে ২৩ শতাংশ অস্ত্র। আর সেই অস্ত্রের ৭০ শতাংশ গিয়েছে ভারত, ভিয়েতনাম, তিন ও আলজিরিয়ায়। তবে অস্ত্র রফতানিকারকদের মধ্যে ওই ক’বছরে ১ নম্বরে ছিল আমেরিকা। ২০০৭-১১-র মধ্যে তাদের রফতানি বেড়েছে ২১ শতাংশ। আর এর অর্ধেকই এসেছে মধ্য প্রাচ্যে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















