অসামরিক পরমাণু ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে ওয়ার্কিং গ্রুপ গঠন করবে ভারত, জাপান
![অসামরিক পরমাণু ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে ওয়ার্কিং গ্রুপ গঠন করবে ভারত, জাপান India Japan To Set Up Working Group To Boost Nuclear Ties অসামরিক পরমাণু ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে ওয়ার্কিং গ্রুপ গঠন করবে ভারত, জাপান](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/14201232/modi-abe.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: অসামরিক পরমাণু সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ হল ভারত ও জাপান।
দুদিনের সফরে গতকালই ভারতে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। বৃহস্পতিবার, গুজরাতের গাঁধীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই রাষ্ট্রনেতা জানান, এই ক্ষেত্রে আরও সহযোগিতারা জন্য একটি ওয়ার্কিং গ্রুপ বা কার্যকরী গোষ্ঠী গঠন করা হবে।
সরকারের তরফে জানানো হয়েছে, অসামরিক পরমাণু সহযোগিতা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও মজবুত করার কাজ করবে এই কার্যকরী গোষ্ঠী। এদিন দুই রাষ্ট্রনেতাই পরিশুদ্ধ বিদ্যুৎ, অর্থনৈতিক উন্নয়ন এবং শান্তিপূর্ণ ও নিরাপদ বিশ্ব গড়ার ডাক দিয়েছেন।
মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (এমটিসিআর) বা পরমাণু প্রযুক্তি নিয়ন্ত্রণ পরিষদ এবং হেগ কোড অফ কন্ডাক্ট এগেইনস্ট ব্যালিস্টিক মিসাইল প্রোলিফারেশন (এইচসিওসি)-র স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতকে অভিনন্দন জানান অ্যাবে।
ভারত যাতে শীঘ্রই বহুপক্ষীয় পরমাণু রফতানি নিয়ন্ত্রণ গোষ্ঠী, যেমন—নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ (এনএসজি), ওয়াসেনার গ্রুপ এবং অস্ট্রেলিয়া গ্রুপের পূর্ণ সদস্য হতে পারে, তার জন্য যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দিয়েছে জাপান। প্রসঙ্গত, ২০১৬ সালের মে মাসে এনএসজি-তে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করে ভারত। কিন্তু, মূলত চিনের বিরোধিতায় তা আটকে রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)