এক্সপ্লোর
ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নির্মাতা দেশ, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ
এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উত্পাদক দেশ ভারত। সোমবার এ কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি ও আইনমন্ত্রী আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩০০-র বেশি মোবাইল প্রস্তুতকারী কেন্দ্র দেশে গড়ে উঠেছে।
![ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নির্মাতা দেশ, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ india second largest mobile phone manufacturer in the world: Ravi Shankar Prasad ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নির্মাতা দেশ, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/20132730/mobile-phone.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফাইল ছবি
নয়াদিল্লি: এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উত্পাদক দেশ ভারত। সোমবার এ কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি ও আইনমন্ত্রী আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩০০-র বেশি মোবাইল প্রস্তুতকারী কেন্দ্র দেশে গড়ে উঠেছে।
প্রসাদ জানিয়েছেন যে,এখনও পর্যন্ত দেশে ৩৩০ মিলিয়ন মোবাইল হ্যান্ডসেট তৈরি হয়েছে। ২০১৪-তে এই পরিমাণ ছিল ৬০ মিলিয়ন এবং ছিল মাত্র ২ কারখানা। ভারতে উত্পাদিত হ্যান্ডসেটের মূল্য ২০১৯-এ ২০১৪-র ৩ বিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৩০ বিলিয়ন ডলার।
ভারতীয় ইলেকট্রনিক্সের জন্য ২ জুন সাংবাদিক বৈঠকে নতুন প্রকল্পের ঘোষণা করবেন প্রসাদ।
শাওমি ইন্ডিয়ার প্রধান মনু কুমার জৈন ওই ট্যুইট শেয়ার করে কোম্পানি কীভাবে ভারতে তাদের ফোন তৈরি করছে, তা উল্লেখ করেছেন। জৈন বলেছেন, শাওমির ৯০ শতাংশ ফোন ভারতে তৈরি হয়েছে এবং ৬৫ শতাংশ যন্ত্রপাতি স্থানীয় সূত্রে তৈরি করা হয়েছে। শাওমি পাঁচ বছর আগে ভারতে উত্পাদন কেন্দ্র তৈরি করেছিল।
ভারতে মোবাইল হ্যান্ডসেট উত্পাদন আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ, আরও বেশি বিদেশি কোম্পানি এ দেশে কারখানা তৈরি করছে। অ্যাপল ইতিমধ্যেই আইফোন এক্সআর-এর মতো কিছু আইফোন ভারতে তৈরি করেছে। অ্যাপল তাদের বেশিরভাগ উত্পাদন চিন থেকে ভারতে সরিয়ে আনার পরিকল্পনা করছে বলে খবর।
স্থানীয় উত্পাদনের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার বৃহদায়তন কোম্পানি স্যামসাং অনেকটাই এগিয়ে। কোম্পানি ইতিমধ্যেই নয়ডায় বিশ্বের বৃহত্তম মোবাইল কারখানা গড়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)