করোনা: আরব আমিরশাহীকে ম্যালেরিয়ার ওষুধ পাঠাল ভারত
ভারত আমেরিকা সহ আরও একাধিক দেশে এই ওষুধ সরবারহ করে।
নয়াদিল্লি: এবার আরব আমিরশাহীতেও ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠাল ভারত। দিল্লিতে অবস্থিত উপসাগরীয় দেশের দূতাবাস শনিবার জানিয়েছে, করোনা ভাইরাসের চিকিৎসার জন্য ভারত আরব আমীরশাহীকে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠাল।
করোনা মোকাবিলায় এবার আমিরশাহীকে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠাল ভারত
প্রসঙ্গত গত মাসেই ভারত সরকার হাইড্রোক্সিক্লোরোকুইন সহ আরও একাধিক ওষুধ এবং আরও কিছু প্রতিষেক নির্মাণকারী উপাদান রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও পরবর্তীতে বিশ্বের বহু দেশ যেখানে করোনার প্রকোপ মারাত্মক, সেইসব দেশগুলোতে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠাতে সম্মত হয় ভারত। শনিবার আরব আমিরশাহীর দূতাবাস থেকে সংবাদসংস্থাকে জানানো হয়, “৫.৫ মিলিয়ন পিল যা কোভিড-১৯ আক্রান্ত রোগীদেরকে দেওয়া হবে, তা ইতিমধ্যেই ইউএই-এর উদ্দেশে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, হাইড্রোক্সিক্লোরোকুইন বিশ্ব সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নেয় যখন সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রীতিমতো হুমকির সুরে ম্যালেরিয়ার এই ওষুধ চেয়ে পাঠায়। যদি ভারত হাইড্রোক্সিক্লোরোকুইনের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ‘প্রত্যাঘাত’ করবে, ট্রাম্পের এই হুমকির পরই দিল্লি পুরনো অবস্থান থেকে সরে আসে। নিষেধাজ্ঞা শিথিল করে ভারত আমেরিকা সহ আরও একাধিক দেশে এই ওষুধ সরবারহ করে।