এক্সপ্লোর
Advertisement
অগ্নি-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল
বালাসোর: পরমাণু অস্ত্রবাহী অগ্নি-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। ড. আবদুল কালাম দ্বীপ যা আগে হুইলার দ্বীপ নামে পরিচিত ছিল, সেখান থেকে আজ মোবাইল লঞ্চারের মাধ্যমে ভূমি থেকে ভূমি ৪ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে।
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) পক্ষ থেকে বলা হয়েছে, আজ বেলা ১১.৫৫ মিনিটে সফলভাবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে ষষ্ঠবার দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৪ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে ছোঁড়া হল। শেষবার পরীক্ষা হয়েছিল ২০১৫ সালের ৯ নভেম্বর। ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের নেতৃত্বে সেই পরীক্ষাও সফল হয়েছিল। আজকের পরীক্ষাও সফল হয়েছে।
অগ্নি-৪ ২০ মিটার লম্বা ক্ষেপণাস্ত্র। ওজন ১৭ টন। এটি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন। নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সফল এই ক্ষেপণাস্ত্র। এটি ঢাকা রয়েছে এমন তাপরোধী বর্মে, যা ৪ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও ক্ষতির মুখে পড়বে না। ভিতরের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচেই থাকবে। ফলে এই ক্ষেপণাস্ত্র তার স্বাভাবিক কাজকর্ম করতে পারবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement