এক্সপ্লোর
Advertisement
পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেও জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইসলামাবাদের, নয়াদিল্লিতে পাক হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ বিদেশসচিবের
ইসলামাবাদ: পাকিস্তানের তরফে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে বলা হল, এটা গভীর উদ্বেগের ব্যাপার। যদিও প্রত্যাশামতোই বৃহস্পতিবারের বিস্ফোরণের পিছনে তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। ভারত গতকাল জম্মু ও কাশ্মীরে স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী নাশকতায় ৪০জন সিআরপিএফ জওয়ানের হত্যার পরপরই পাকিস্তানের দিকে আঙুল তোলে। পাকিস্তানে আশ্রয়, মদত পাওয়া মাসুদ আজহারের জয়েশ-ই-মহম্মদ গতকালের হামলার পিছনে আছে। পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের মদত, সমর্থন বন্ধ করে তাদের মাটিতে সন্ত্রাসবাদের পরিকাঠামো ধ্বংস করতেও বলেছে ভারত।
ঘটনার পর বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও সীমান্তের ওপারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। গভীর রাতে পাক বিদেশমন্ত্রক বিবৃতি জারি করে বলে, আমরা বরাবর উপত্যকায় মারাত্মক হিংসামূলক কাজকর্মের নিন্দা করেছি। বিবৃতিতেই গতকালের নাশকতায় ভারতের তোলা পাকিস্তানি যোগসাজশের অভিযোগ উড়িয়ে বলা হয়, কোনও তদন্ত, অনুসন্ধান ছাড়াই ভারত সরকারের লোকজন ও ওখানকার মিডিয়ায় সন্ত্রাসবাদী হামলার ব্যাপারে পাক যোগসূত্র দেখানোর যে কোনও চেষ্টা জোরালো ভাবে খারিজ করছি আমরা।
যদিও গতকালের পর পাকিস্তানের ওপর চাপ ক্রমশ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহল। এই প্রেক্ষাপটেই আজ নয়াদিল্লিতে পাকিস্তানের শীর্ষ দূতকে তলব করে পুলওয়ামার হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের প্রাণহানির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিদেশসচিব বিজয় গোখেল তলব করেন ভারতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সোহেইল মেহমুদকে। তাঁকে বলেন, জয়েশের বিরুদ্ধে ‘অবিলম্বে খতিয়ে দেখার যোগ্য পদক্ষেপ’ করতে হবে।সন্ত্রাসবাদে যু্ক্ত সংগঠন, ব্যক্তিদের এখনই তাদের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো থেকে নিবৃত্ত রাখতে হবে পাকিস্তানকে। কোনও তদন্ত ছাড়াই তাদের দিকে আঙুল তোলা ঠিক নয়, পাকিস্তানের এই বক্তব্যও খারিজ করেন তিনি।
জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করায় যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ করায় ভারত দৃঢ় ভাবে দায়বদ্ধ বলে জানিয়ে বিদেশমন্ত্রক বিবৃতি দিয়েছে, সন্ত্রাসবাদের বিপদের বিরুদ্ধে লড়াইয়ে সমান দৃঢ়প্রতিজ্ঞ আমরা। আমাদের দাবি, পাকিস্তান তার মাটিতে সক্রিয় সন্ত্রাসবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন বন্ধ করুক, অন্য দেশগুলিতে হামলা চালাতে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি পরিচালিত পরিকাঠামো ধ্বংস করুক।
ইতিমধ্যেই হোয়াইট হাউস বিবৃতি দিয়ে পুলওয়ামার হামলার নিন্দার পাশাপাশি সব সন্ত্রাসবাদী গোষ্ঠীকে 'সমর্থন' ও 'নিরাপদ আশ্রয়' দেওয়া বন্ধ করতে বলেছে পাকিস্তানকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement