এক্সপ্লোর
Advertisement
মিশর এবং সুদানের মধ্যে এক দাবিহীন জায়গার রাজা হিসেবে নিজেকে ঘোষণা করলেন এই ভারতীয়
নয়াদিল্লি: মধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা সুয়াশ দীক্ষিত। সম্প্রতি তিনি তাঁর ফেসবুক পোস্টে মিশর এবং সুদানের মাঝখানের একটি অংশের ছবি তুলে ফেসবুকে দিয়ে ঘোষণা করেন, সেই দাবিহীন এলাকার রাজা তিনি। দু হাজার বর্গ কিমি পর্যন্ত বিস্তৃত এই জায়গাটির জন্যে সাধারণ মানুষকে নাগরিকত্বের জন্যে আবেদন করতে বলেছেন সুয়াশ।
দীক্ষিত, ইনদওরের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার সিইও পদে রয়েছেন। এমনকি অনলাইনে রাষ্ট্রপুঞ্জের কাছে একটি পিটিশনও দাখিল করেছেন ওই ব্যক্তি। সেখানে তিনি তাঁর দাবিকে স্বীকৃতি দেওয়ার জন্যে আবেদন জানিয়েছেন। অদ্ভূত ভাবে সুয়াশের সেই দাবির সমর্থনে ৮০০ জন ব্যক্তি সইও করেছেন। সম্প্রতি ওই ব্যক্তি মিশরে গিয়েছিলেন। সেখানে গিয়েই তিনি বির-তাউইল নামের এই দাবিহীন জায়গাটি সম্পর্কে জানতে পারেন। প্রসঙ্গত, এই জায়গাটায় কোনও মানুষের বসবাস নেই, এবং এই জায়গার মালিকানা মিশর বা সুদানের মধ্যে কোনও রাষ্ট্রই দাবি করে না।
তিনি তাঁর ফেসবুক পোস্টে ওই জায়গার ছবি দিয়ে লিখেছেন কিংডম অফ দীক্ষিত খুঁজে পাওয়া গিয়েছে। গেম অফ থ্রনের স্টাইলে নিজেকে সেই জায়গার রাজা হিসেবে ঘোষণা করেছেন। ফেসবুকে ওই জায়গার ছবি দিয়ে এই কথাগুলো লিখেছেন ভারতের সুয়াশ।
সুয়াশেপ পোস্ট অনুযায়ী তাঁর দেশের রাজধানী হল সুয়াশপুর, জাতীয় পশু হল টিকটিকি। ওই জায়গার উন্নতির জন্যে বিদেশী বিনিয়োগের আহ্বান করেছেন এবং নাগরিকত্বের আবেদন করার জন্যে আমজনতার কাছে আর্জি রেখেছেন তিনি। সুয়োগ দীক্ষিত নামে একজনকে ওই জায়গার প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান হিসেবে ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি হয়েছেন তাঁর বাবা।
তবে বির-তাউইলে গিয়ে এই প্রথম এমন দাবি করলেন না সুয়াশ। এর আগে অন্যান্য দেশ থেকে আরও পাঁচজন গিয়েও ওই একই দাবি করেন। তবে সুয়াশের দাবি, তিনি সমস্ত নিয়ম মেনে ওই এলাকায় গিয়ে নিজের অধিকার স্থাপন করেছেন। তাই এবার তাঁর থেকে ওই জমি কেউ ফেরত চাইলে, যুদ্ধ হবে, তবে স্টারবাকে কফির কাপে চুমুক দিয়ে।
প্রসঙ্গত, বির-তাউইল হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র সেই এলাকা যার ওপর মালিকানার অধিকার নেই কোনও দেশ বা রাজ্যের। ওই এলাকার এই স্ট্যাটাস ১৯০২ সাল থেকে। গত একশো বছরে ওখানে কোনও মানুষ বসবাস করেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement