এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ভারতীয় সমাজে বয়ফ্রেন্ডদের জায়গা নেই, অ্যান্টি রোমিও স্কোয়াড নিয়ে বললেন মীরাট কলেজের অধ্যক্ষ
মীরাট: অ্যান্টি রোমিও স্কোয়াডের হিরোগিরি নিয়ে ছাত্রীদের যতই আপত্তি থাকুক, কলেজ প্রশাসন কিন্তু পুরোপুরি এই ধরপাকড়ের পক্ষে। মীরাটের রঘুনাথ কলেজের অধ্যক্ষা তো পরিষ্কার দাবি করছেন, ভারতীয় সমাজে মেয়েদের বয়ফ্রেন্ড থাকা উচিত নয়। তা সংস্কার ও নীতি বিরোধী।
তাঁর কলেজের ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে বলে অধ্যক্ষা জানিয়েছেন।
তবে তাঁর আশ্বাস, ছাত্রীদের আত্মীয়দের যাতে হেনস্থা না হতে হয় তা দেখা হচ্ছে।
উত্তরপ্রদেশের নির্বাচনী ম্যানিফেস্টোয় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে কলেজ ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন করবে তারা। এই স্কোয়াডের প্রধান কাজ হবে ইভ টিজারদের শায়েস্তা করা। কিন্তু দেখা যাচ্ছে, পুলিশ কর্মীরা যেমন এই স্কোয়াড তৈরি করছেন, তেমনই পুলিশের সঙ্গে কোনও সম্পর্ক ছাড়াই অনেকে কলেজের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকা যুবকদের ধমকাচ্ছে, চমকাচ্ছে। তাদের সোজা কথা, ভাল কাজ করতে সরকারি অনুমতি লাগে না। যারা ভাল কাজ করে, ভগবান তাদের খেয়াল রাখেন।
এদের অনেকের আবার মত হল, কোনও ছেলের সঙ্গে কোও মেয়ের দেখা করাই উচিত নয়। অনেক সময় মেয়েরা বলে, সঙ্গের ছেলে তার ভাই কিন্তু আসলে তা নয়। বিশেষ কিছু মেয়ের জন্য নিরপরাধ মেয়েরাও এ ধরনের কাজকর্মে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement