ভারতীয় ইঞ্জিনিয়ার হত্যা: কঠোর ব্যবস্থা নিক আমেরিকা, দাবি নাইডুর
হায়দরাবাদ: আমেরিকার কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ারের হত্যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। তাঁর দাবি, এধরনের ঘটনার বিরুদ্ধে ‘কঠোরতম পদক্ষেপ’ নেওয়া উচিত মার্কিন প্রশাসনের।
এদিন সাংবাদিকদের নাইডু বলেন, মার্কিন প্রশাসনের উচিত ব্যবস্থা নেওয়ার। মার্কিন প্রেসি়ডেন্ট ও সেদেশের নাগরিকদের উচিত এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো। কঠোর পদক্ষেপ নেওয়া – যার মাধ্যমে একটা বার্তা দেওয়া যায় যে এধরনের ঘটনা মেনে নেওয়া হবে না।
নাইডু যোগ করেন, বর্ণবিদ্বেষমূলক হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তাই, মার্কিন প্রেসিডেন্ট, সেখানকার প্রশাসন ও নাগরিক সমাজের উচিত একসুরে এর বিরুদ্ধাচরণ করা।
প্রসঙ্গত, বুধবার রাতে কানসাসের একটি পানশালায় ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলাকে গুলি করে হত্যা করে এক মার্কিন নাগরিক।
গুলিতে আহত হন শ্রীনিবাসের বন্ধু অলোক মাদাসানি ও ইয়ান গ্রিলট নামে এক মার্কিন নাগরিক আহত হন। খবরে প্রকাশ, গুলি করার সময় আততায়ী চিৎকার করে বলে, বেরিয়ে যাও আমার দেশ থেকে।
এদিকে, আমেরিকায় যখন একের পর এক ভারতীয় নাগরিক হামলার শিকার হচ্ছেন, সেই প্রেক্ষিতে আগামী মঙ্গলবার চারদিনের জন্য মার্কিন মুলুকে যাচ্ছেন বিদেশসচিব এস জয়শঙ্কর।
জানা গিয়েছে, দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি, ভিসা-বিতর্ক ও সেদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে কেন্দ্রের উদ্বেগ প্রকাশ করবেন জয়শঙ্কর।