এক্সপ্লোর
Advertisement
দেশে ফেরার জন্য নিরাপত্তা চেয়ে পাক হাইকোর্টের দ্বারস্থ ভারতের উজমা
ইসলামাবাদ: তাঁকে যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য পাক সরকারকে নির্দেশ দিক বিচারব্যবস্থা। এই আবেদনে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হলেন বিবাহসূত্রে পাকিস্তানে বন্দি হওয়া ভারতীয় বংশোদ্ভূত উজমা। ভারতীয় হাইকমিশনে আশ্রয় নেওয়া এই মহিলার আবেদন, তিনি দিল্লি ফিরতে চান, আর সে জন্য তাঁর নিরাপত্তার ব্যবস্থা করুক আদালত।
উজমার আইনজীবী ও ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি পীযূষ সিংহ যৌথভাবে এই পিটিশন করেছেন। তাঁদের বক্তব্য, উজমার স্বামী পাক নাগরিক তাহির আলি আগের বিয়ের কথা লুকিয়ে উজমাকে বিয়ে করে, তাঁর পাসপোর্ট সহ যাবতীয় নথি লুকিয়ে রেখেছে সে। ওয়াঘা সীমান্ত দিয়ে তিনি ভারতে ফিরতে চান, তাহির যেন তাঁকে আর উত্যক্ত না করে।
তাঁর আরও আবেদন, তাঁর ৫ বছরের মেয়ে ফালাক অসুস্থ, তিনি তার সঙ্গে দেখা করতে চান।
উজমা অভিযোগ করেছেন, বন্দুক দেখিয়ে জোর করে বিয়ে করার পর থেকে তাঁকে যৌন নির্যাতন করত তাহির। আত্মীয়দের সঙ্গে দেখা করতে তিনি পাকিস্তানে আসেন, তাহিরকে বিয়ে করার কোনও ইচ্ছে ছিল না। তিনি জানতেনও না, তাহির বিবাহিত, তার ৪ ছেলেমেয়ে রয়েছে।
তাহিরের অবশ্য দাবি, তার পরিবারের কথা উজমা সবই জানতেন, সে যে শহর থেকে বহু দূরে পর্বতে বাস করে, তাও অজানা ছিল না তাঁর।
২০ বছরের উজমা কিছুদিন ধরে আশ্রয় নিয়েছেন ভারতীয় হাইকমিশনে। তাঁর বক্তব্য, যতদিন না তাঁকে ভারতে ফেরানো হচ্ছে, ততদিন তিনি হাইকমিশন ছাড়বেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement