এক্সপ্লোর
Advertisement
কান গ্রাঁ প্রিঁ গ্লাস লায়ন পুরস্কার জিতল ভারতের প্রথম রূপান্তরকামী গানের দল
মুম্বই: কান গ্রাঁ প্রিঁ গ্লাস লায়ন পুরস্কার জিতল ভারতের প্রথম রূপান্তরকামী গানের দল- ৬ প্যাক ব্যান্ড।
লিঙ্গ অধিকার নিয়ে অসাধারণ প্রচার অভিযানের জন্য কান লায়নস্ ফেস্টিভ্যালে পুরস্কৃত হয় পপ ব্যান্ডটি। এই বিশেষ বিভাগে সংস্কৃতি-সৃজনশীলতা, লিঙ্গ বৈষম্য, ভারসাম্যহীনতা, অবিচার প্রভৃতি নিয়ে ভিন্নধারার কাজ করার জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়।
বিশ্বের ৩০ টি গানের দল ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। তারমধ্যে চারটি আবার ভারতেরই। কিন্তু প্রতিযোগিতায় সব আলো গিয়ে পড়ে রূপান্তরকামীদের এই দলটির ওপর। তাঁদের 'হাম হ্যায় হ্যাপি' প্রচার সবদলকে টেক্কা দিয়ে শীর্ষে পৌঁছে যায়। রূপান্তরকামী সম্প্রদায়কে নিয়ে কুসংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে পপ গানের দলটির যে অভিনব প্রচেষ্টা, তা মুগ্ধ করেছে সকলকে। তাঁদের ভিডিওগুলিও মানবিকতাবোধের কথাই বলে।
গ্রাঁ প্রিঁ ক্যাটাগরির জন্য ভারত থেকে মনোনীত হয়েছিল আরও ৪ টি গানের দল। সামাজিক সচেতনতা এবং ক্ষমতায়ন নিয়ে প্রচারই তাদের উদ্দেশ্য।
এর আগে ইন্টারনেটের সর্বোচ্চ সম্মান ওয়েবি পুরস্কার জেতে ৬ প্যাক ব্যান্ড। পাবলিক সার্ভিস এবং অ্যাক্টিভিসম্ ক্যাটাগরির জন্য এই পুরস্কার পান তাঁরা।
ইতিমধ্যেই হৃত্বিক রোশন, অর্জুন কপূর, সনু নিগমের সঙ্গে গানের ভিডিও প্রকাশ করেছে ব্যান্ডটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement