ধর্মনিরপেক্ষতাই ইন্দিরা গাঁধীর একমাত্র ধর্ম ছিল: সনিয়া
নয়াদিল্লি: ইন্দিরা গাঁধীর একটিই ধর্মে বিশ্বাস করতেন—দেশের সব নাগরিকই মাতৃভূমির সমান সমাদৃত সন্তান। জন্মশতবার্ষিকীতে প্রয়াত প্রধানমন্ত্রীকে এভাবেই স্মরণ করলেন সনিয়া গাঁধী।
ইন্দিরা গাঁধীকে দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে কংগ্রেস সভানেত্রী জানান, তিনি ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করেছেন। তিনি সেই সব শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন, যারা ধর্ম ও জাতপাতের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল।
প্রয়াত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১ সফদরজঙ্গ রোডে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সনিয়া গাঁধী বলেন, তাঁর কাছে (ইন্দিরা) একটাই ধর্ম ছিল, যা তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। তা হল—সব ভারতীয়ই মাতৃভূমির সমান সমাদৃত সন্তান।
সনিয়া জানান, ইন্দিরা গাঁধী কখনই নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেননি। সর্বদা কায়েমি স্বার্থ বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছিলেন। বলেন, তিনি ধর্মনিরপেক্ষতার প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছেন। যারা ধর্ম ও জাতপাতের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে ছিল ইন্দিরা গাঁধীর লড়াই। তিনি ভারতের উচ্চ বৈচিত্র্যকে তুলে ধরেন। দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দিককে তুলে ধরেন।
কংগ্রেস সভানেত্রী জানান, গরিব ও দুর্বল যেখানেই শোষিত হয়েছে, তাঁদের অধিকার খর্ব হয়েছে, ইন্দিরা গাঁধী রুখে দাঁড়িয়েছেন। সনিয়া বলেন, ইন্দিরা গাঁধীকে ‘লৌহমানবী’ বলে উল্লেখ করা হত। তবে, লোহা শুধুমাত্র তাঁর চরিত্রের একটি অংশ মাত্র। সেইসঙ্গে তাঁর মধ্যে মানবতা, উদারতাও প্রচুর ছিল।