RG Kar Incident : কেন শেষকৃত্য তড়িঘড়ি করা হয়েছিল ? একাধিক প্রশ্নের উত্তর মেলেনি এখনও
ABP Ananda LIVE : আর জি কর মেডিক্য়াল কলেজে, তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের পাঁচ মাস ন'দিন পর, শনিবার রায় ঘোষণা করবে শিয়ালদা কোর্ট। বিচারক অনির্বাণ দাস কী রায় দেন, সেদিকে তাকিয়ে গোটা দেশ। সুবিচারের অপেক্ষায় নিহত চিকিৎসকের মা-বাবাও। অন্য়দিকে, CBI তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলে, রায়ের দিন প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন চিকিৎসকরা।
এক ডক্টর কি মউত ! আর তা ঘিরে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ! ২০২৪ সালের ৯ অগাস্ট। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। কে বা কারা ধর্ষণকারী-খুনি ? খুনে কারা সঙ্গ দিয়েছিল ? উদ্দেশ্য় কী ? প্রশ্নের উত্তর খুঁজতে নেমে প্রথমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ ! তারপর তদন্ত যায় সিবিআই-এর হাতে। কলকাতা হাইকোর্ট হয়ে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। সেই ধর্ষণ-খুনের ঘটনার ৫ মাস ৯ দিন অর্থাৎ ১৬২ দিন পর শনিবার মামলায় রায় ঘোষণা করবে শিয়ালদা আদালতে। দুপুরে রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস।




















