এক্সপ্লোর
আপনারা দেশ গড়েন, আন্তর্জাতিক নার্স দিবসে শুভেচ্ছা রাষ্ট্রপতির

ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: আজ আন্তর্জাতিক নার্স দিবসে ৩৫ জনকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি নার্সদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মানুষের জীবনে নার্সরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের নিষ্ঠা ও সেবার কথা আমরা সবাই জানি। নার্সরা প্রকৃত দেশ গঠনকারী। দেশকে সুস্থ ও সবল রাখার জন্য নার্সদের কাছে জাতি কৃতজ্ঞ।’ রাষ্ট্রপতি আরও বলেছেন, ‘বর্তমানে দেশে প্রতি হাজার নাগরিকের মধ্যে ১.৭ জন নার্স আছেন। সারা বিশ্বে মানুষের ২.৫ শতাংশ নার্স। ভারতে নার্সের সংখ্যা বাড়ছে। ২০১৭ সালের মার্চ পর্যন্ত গত কয়েক বছরে স্বীকৃত নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা ২৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তবে এটা যথেষ্ট নয়। দেশে নার্সের সংখ্যা বাড়াতে হবে। সারা বিশ্ব ভারতের নার্সদের সেবা ও নিষ্ঠার কথা জানে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলিতে প্রচুর ভারতীয় নার্স আছেন। আজ যে নার্সদের কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হল, তাঁরা ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারার প্রতিনিধি।’
देश को स्वस्थ रखने में नर्सिंग की सेवा प्रदान करने वाले आप सभी लोगों की महत्वपूर्ण भूमिका है। आपने निष्ठा और समर्पण के साथ नर्सिंग के माध्यम से देश की सेवा की है। यह देश आप सभी नर्सिंग कर्मियों के प्रति आभारी है — राष्ट्रपति कोविन्द pic.twitter.com/kUmuQzzNr2
— President of India (@rashtrapatibhvn) May 12, 2018
আজ রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে। তাঁরাও নার্সদের শুভেচ্ছা জানান। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















