কান্নুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ, বক্তব্যে বাধা দিয়েছেন ইরফান হাবিব, দাবি কেরলের রাজ্যপালের
পরে রাজ্যপাল দাবি করেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে হাবিব যে কথাগুলি বলেন, তার পাল্টা যুক্তি পেশ করতেই তিনি বাধা দেন।
Inaugural meet of Indian History Congress does not raise controversies. But at 80th session at Kannur university, Shri Irfan Habib raised some points on CAA. But, when Hon'ble Governor addressed these points, Sh.Habib rose from seat to physically stop him, as clear from video pic.twitter.com/mZrlUTpONn
— Kerala Governor (@KeralaGovernor) December 28, 2019
এদিন বক্তব্য পেশ করার সময় কেরলের রাজ্যপাল কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করতেই পড়ুয়ারা নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা দাবি করেন, প্ররোচনামূলক বক্তব্য পেশ করছেন রাজ্যপাল। মঞ্চেই প্রতিবাদ জানান হাবিব। তাঁকে সরিয়ে দেন রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা।
Shri #IrfanHabib tried on stage to disrupt inaugural address questioning Hon'ble Governor's right to quote #MaulanaAbdulKalamAzad, shouting that he should quote Godse.He pushed Hon'ble Governor's ADC&SecurityOfficer, who prevented his unseemly gesture #IndianHistoryCongress pic.twitter.com/P7hA2HZQg8
— Kerala Governor (@KeralaGovernor) December 28, 2019
পরে রাজ্যপাল দাবি করেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে হাবিব যে কথাগুলি বলেন, তার পাল্টা যুক্তি পেশ করতেই তিনি বাধা দেন। বারবার বলা সত্ত্বেও পড়ুয়ারা কথা বলতে রাজি হননি বলেও দাবি করেন রাজ্যপাল।
Hon'ble Governor said that he had responded to points raised by previous speakers,as a person duty bound to defend &protect the Constitution.But trying to disrupt speech from stage&audience due to intolerance towards different opinion is undemocratic #IndianHistoryCongress pic.twitter.com/UDCElnui7I
— Kerala Governor (@KeralaGovernor) December 28, 2019