এক্সপ্লোর
Advertisement
আইটিবিপি-র সংসারে নয়া আগন্তুক, ফুটফুটে ১৭ শাবকের জন্ম দিল কে ৯ স্কোয়াডের দুই কুকুর
ইন্দো টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি)-র সংসারে নতুন আগন্তুক। বাহিনীর কে৯ স্কোয়াডে এসেছে ফুটফুটে ১৭ টি সদ্যোজাত। ওলগা ও ওলেশিয়া নামে দুটি কুকুর জন্ম দিয়েছে ১৭ টি শাবকের। হরিয়ানার পাঁচকুলার আইটিবিপি-র কুকুরদের প্রশিক্ষণ দান কেন্দ্র (এনটিসিডি)-তে ওই মালিনোয়েস প্রজাতির কুকুরের শাবকগুলির জন্ম হয়েছে।
নয়াদিল্লি: ইন্দো টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি)-র সংসারে নতুন আগন্তুক। বাহিনীর কে৯ স্কোয়াডে এসেছে ফুটফুটে ১৭ টি সদ্যোজাত। ওলগা ও ওলেশিয়া নামে দুটি কুকুর জন্ম দিয়েছে ১৭ টি শাবকের। হরিয়ানার পাঁচকুলার আইটিবিপি-র কুকুরদের প্রশিক্ষণ দান কেন্দ্র (এনটিসিডি)-তে ওই মালিনোয়েস প্রজাতির কুকুরের শাবকগুলির জন্ম হয়েছে।
বড় হলে এই শাবকগুলিকেও সন্ত্রাস-দমন ও মাওবাদী-দমন অভিযানের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
সদ্যোজাত শাবকগুলির মা-রাও আইটিবিপি-র যোদ্ধা। গত কয়েক বছর ধরেই তারা সন্ত্রাস-বিরোধী অভিযানে সামিল হয়েছে।
বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, ওলেশিয়া ও ওলগা-দুজনেরই আইটিবিপি বাহিনীকে সুরক্ষিত রাখার দুর্দান্ত ট্রাক রেকর্ড রয়েছে।শত্রুপক্ষের আচমকা হামলা আশঙ্কা বানচাল করতে ও বাহিনীর রোড ওপেনিং পার্টি-র পথ প্রশ্বস্ত করে তারা দুজনেই বাহিনীর জওয়ানদের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বেশ কয়েকবারই এই দুই প্রশিক্ষিত কুকুর আইইডি চিহ্নিত করে বহু প্রাণ রক্ষা করেছে।
ওলগা ও ওলেশিয়া আদতে দুই বোন। দুজনেরই বয়স ৫। আর তাদের সন্তানের বাবাও বাহিনীতে কর্মরত-নাম গালা। ওলগা, ওলেশিয়া ও গালা ছত্তিশগঢ়ে মাওবাদীদের মোকাবিলায় নিযুক্ত আইটিবিপি বাহিনীর সঙ্গে সামিল ছিল। বিভিন্ন জায়গায় এডিপি বাহিনীকে এসকর্ট করার ক্ষেত্রে গালার দক্ষতার কথাও জানিয়েছেন আইটিবিপি-র আধিকারিকরা। সম্প্রতি প্রধানমন্ত্রীর দ্বারা উদ্বোধন হওয়া অটল টানেলে অ্যান্টি-স্যাবোটাজ ডিউটির অংশ ছিল গালা।
ওলগা ৯ টি ও ওলেশিয়া ৮ টি শাবকের জন্ম দিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর জন্ম হয় এই শাবকগুলির।
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) (ভেট) সুধাকর নটরাজন বলেছেন, জিনগতভাবেই ওরা প্রথমসারির কুকুর। খুবই নির্ভীক, ক্ষীপ্র ও তুখোড়। সেইসঙ্গে তীব্র ঘ্রাণশক্তি। এ সবই জন্মসূত্রে ওরা পেয়েছে।
উল্লেখ্য, ওসামা বিন লাদেন খতম অভিযানে আমেরিকাও মালিনোয়েস প্রজাতির কুকুরই ব্যবহার করছিল আমেরিকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement