এক্সপ্লোর
Advertisement
পাক শিল্পীরা কেন চুপ, নিন্দা করেননি উরি হামলার, প্রশ্ন জাভেদ আখতারের
মুম্বই: পাকিস্তানি শিল্পীরা চুপ কেন? তাঁরা উরি হামলার নিন্দা করেননি। নীরব থেকে তাঁরা কার্যত এটা মেনে নিয়েছেন, পাকিস্তান এজন্য দায়ী। বললেন জাভেদ আখতার। পাকিস্তানি কলাকুশলীদের মুখ বুজে থাকার পিছনে কোনও কারণ তিনি খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন বলিউডের এই নামী প্রবীণ গীতিকার-লেখক।
একটি সংবাদ চ্যানেলকে তিনি বলেন, পাকিস্তান যদি দাবি করে, উরির ঘটনার জন্য তারা দায়ী নয়, তাহলেও পাক শিল্পীরা কেন উরির হামলার নিন্দা করবেন না, তার কোনও কারণ দেখতে পাচ্ছি না। ওরা যদি বলে, আমরা দায়ী নই, খুব ভাল, কিন্তু আপনারা এগিয়ে এসে নিন্দা করুন! কিন্তু পাক অভিনেতাদের চুপ করে থাকাটা যেন একরকম এটা মেনেই নেওয়া যে, পাকিস্তান হামলার জন্য দায়ী।
এদিন বিজেপি এমপি-অভিনেত্রী হেমা মালিনী অবশ্য পাক শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে জড়াতে চাননি নিজেকে। তাঁর বক্তব্য, শিল্পী হিসাবে তিনি পাক কলাকুশলীদের কাজকে শ্রদ্ধা করেন, কিন্তু তাঁরা এ দেশে থাকবেন না চলে যাবেন, তা নিয়ে কিছু বলতে চান না তিনি। হেমা বলেন, শিল্পীরা, পাকিস্তান বা ভারত, যে দেশেরই হোন, তাঁরা শিল্পীই। কিন্তু এক্ষেত্রে ওঁরা পাকিস্তানের, এটা দুর্ভাগ্যের। আমি বলব, ওঁরা গুণী শিল্পী, ভারতে ভাল পারফর্ম করেছেন। মথুরার সাংসদ পাশাপাশি জানান, পাক শিল্পীদের সম্মান করলেও ভারতীয় সেনা জওয়ানদের অবদানও কখনই অস্বীকার করতে পারেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement