এক্সপ্লোর
কুলগামে সংঘর্ষে হত সেনা জওয়ান, জঙ্গি, গুলির লড়াই পুলওয়ামায়

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ জঙ্গিদের। নিহত হয়েছেন এক জওয়ান। খতম হয়েছে এক সন্ত্রাসবাদীও। সেনা সূত্রের খবর, কুলগামের নাওবাগ কুন্দ গ্রামে জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার সুনির্দিষ্ট খবর পেয়ে সেখানে অভিযানে নামেন নিরাপত্তা জওয়ানরা। তাদের তল্লাশি অভিযানের মধ্যে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলিতে মারাত্মক জখম হন এক জওয়ান। পরে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে সেনাবাহিনীর একটি সূত্র। নিহত হয় এক জঙ্গি। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের গুলিবিনিময় চলছে। এছাড়া পুলওয়ামার ত্রাল এলাকার লাম গ্রামেও নিরাপত্তাবাহিনীর তল্লাসি দলকে নিশানা করে জঙ্গিরা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এলাকায় তাদের একটি ডেরার হদিশ পাওয়া গিয়েছে। সেখানেও এখনও চলছে গুলির লড়াই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















