এক্সপ্লোর
Advertisement
পাক গোলায় মরছে জওয়ানরা, মোদী সরকার 'পকোড়া' পরামর্শ দিচ্ছে কটাক্ষ শিবসেনার, প্রশংসা ইন্দিরার
মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহের 'পকোড়া' মন্তব্যের নিন্দা শিবসেনার। তাদের বক্তব্য, কাশ্মীরে পাকিস্তানি গোলায় ভারতীয় জওয়ানদের মৃত্যু সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু থেকে দেশবাসীর নজর ঘোরানোর চেষ্টা করছে মোদী সরকার।
দলীয় মুখপত্র সামনা-য় প্রকাশিত সম্পাদকীয়তে উদ্ধব ঠাকরের দল পাকিস্তানকে হারিয়ে দু টুকরো করে দেওয়ার জন্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর প্রশংসা করেছে। তারা বলেছে, কংগ্রেসের পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সাহস ছিল না। তা সত্ত্বেও ইন্দিরা গাঁধী পাকিস্তানকে পরাজিত করে ভেঙে দিয়েছিলেন। আমেরিকা পাকিস্তানের পাশে থাকলেও তিনি সেই সাহস দেখিয়েছিলেন। আর এখন প্রচার চলছে, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইজরায়েলের মতো দেশ প্রধানমন্ত্রীর মোদীর কথা মানছে, পাকিস্তানকে দুনিয়ায় একঘরে করা গিয়েছে। নয়াদিল্লি খুব খুশি হয়েছিল, আমেরিকা পাকিস্তানকে সামরিক সহায়তা বন্ধ রাখার ঘোষণা করায়। কিন্তু পাকিস্তান আর তার সন্ত্রাসবাদীরা প্রতিদিন ভারতকে সমস্যায় ফেলছে। সিরিয়াস বিষয় থেকে জনগণের নজর ঘোরাতে কাল্পনিক পকোড়া ভাজা হচ্ছে!
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিভি ইন্টারভিউতে বলেন, পকোড়া বিক্রি করাও এক ধরনের কর্মসংস্থান। একই সুরে অমিত শাহও রাজ্যসভায় বেকার থাকার চেয়ে পকোড়া বেচা ভাল বলে সওয়াল করেন।
সেই প্রেক্ষাপটে শিবসেনার প্রশ্ন, কাশ্মীর ইস্যুতে আগের কংগ্রেস সরকারকে নিশানা করে শাসক বিজেপি। কিন্তু তাদের সরকার পাকিস্তানের বিরুদ্ধে কী কড়া পদক্ষেপ করেছে? লস্কর সন্ত্রাসবাদীরা হাসপাতালে গুলি চালিয়ে দুজন সেনা জওয়ানকে খতম করে নিরাপত্তাবাহিনীর কব্জা থেকে কুখ্যাত জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে। জম্মু কাশ্মীর সরকার ব্যর্থ, আর সন্ত্রাসবাদীরা আমাদের শহিদদের দেহের ওপর উল্লাসনৃত্য করছে। গত ১ মাসে পাকিস্তান প্রায় ১০০ বার যুদ্ধবিরতি ভেঙেছে, ১৫ জওয়ান শহিদ হয়েছেন। আর এমন কঠিন সময়ে ওরা পকোড়া নিয়ে কথা বলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement