এক্সপ্লোর
Advertisement
উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণকেই সমর্থন করবে জেডি(ইউ)
নয়াদিল্লি:উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধীকেই সমর্থন করবে জেডি (ইউ)। কয়েকদিন আগেই বিহারের কংগ্রেস-আরজেডি জোট ছেড়ে বেরিয়ে বিজেপি শিবিরে ভিড়েছে জেডি(ইউ)। বিজেপির সঙ্গে জোট গড়ে ফের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। কিন্তু এজন্য উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের অবস্থানের কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে জেডি(ইউ)। দলের মুখপাত্র কেসি ত্যাগী বলেছেন, গোপালকৃষ্ণকে সমর্থনের সিদ্ধান্ত বিহারে মহাজোট ভাঙার আগে নেওয়া হয়েছিল। তাই সেই সিদ্ধান্ত থেকে পিছু হঠা হবে না। এ কথা দলের পক্ষ থেকে বিজেপিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ত্যাগী।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করেছিল জেডি(ইউ)। তখন নীতীশের দল মহাজোটে ছিল।
ত্যাগী জানিয়েছেন, উপরাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য সব বিষয়ে সংসদের উভয় কক্ষেই এনডিএ-কে সমর্থনের দলের সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে।
জেডি(ইউ) সাংসদ আলি আনওয়ার ও বীরেন্দ্র কুমার ছাড়াও শরদ যাদবও বিজেপির হাত ধরা নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement