জম্মু-কাশ্মীরে বন্যা পরিস্থিতি, সাহায্যের আশ্বাস কেন্দ্রের, মেহবুবা মুফতিকে ফোন মোদীর
নয়াদিল্লি ও শ্রীনগর: গত কয়েকদিনের প্রবল বর্ষণ, হড়পা বান সঙ্গে তুষারধসে কার্যত বিধ্বস্ত জম্মু-কাশ্মীর। উপত্যকায় সেনা-সহ মৃত ৬। শ্রীনগরে এখনও বিপদসীমার কাছে ঝিলম। এই অবস্থায় কেন্দ্রের তরফে রাজ্যকে সবধরনের সাহায্যের আশ্বাস দিয়ে মেহবুবা মুফতিকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Spoke to J&K CM @MehboobaMufti on the flood situation in the state. Offered all possible support from Centre in dealing with the situation.
— Narendra Modi (@narendramodi) April 7, 2017
যদিও গত কয়েকদিনের তুলনায় গতকাল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃহস্পতিবারই শ্রীনগরে রাম মুনশী বাগ এলাকায় ঝিলমের জল বিপদসীমার ওপরে ছিল। স্থানীয় প্রশাসন জরুরিকালীন ভিত্তিতে একটি কন্ট্রোল রুম খোলে। পুঞ্চে হরপা বানে আটকে পড়েছিল বহু মানুষ। সেখান থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। রাজাৌরিতে এক মহিলার বাজ পড়ে মৃত্যু হয়েছে।
গতকালই কাশ্মীরের বুদগাম জেলায় আটকে পড়া পাঞ্জিপোড়া এলাকার বাসিন্দাদের উদ্ধার করে রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটেলিয়নের সেনা জওয়ানরা।বৃহ্স্পতিবার রাত তিনটে থেকে ঝিলমের জল নামতে শুরু করে। যদিও রাম মুনশী বাগ এলাকার পরিস্থিতি এখনও বিপজ্জনক। এখনও বন্ধ রয়েছে শ্রীনগর-জম্মু সংযোগকারী জাতীয় সড়ক।
এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর প্রশাসনের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের আশ্বাস দেন। মুফতির সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও। বন্যা পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে বিস্তারিত কথা হয় বলে পরে জানান রাজনাথ।