নিহত জঙ্গির অন্ত্যেষ্টিতে ‘গান স্যালুট’ অন্য জঙ্গিদের, চাঞ্চল্য কাশ্মীরে
শ্রীনগর: কুলগামে নিহত জঙ্গিকে ‘গান স্যালুট’ অন্য জঙ্গিদের। যা ঘিরে চাঞ্চল্য জম্মু ও কাশ্মীরে।
খবরে প্রকাশ, এদিন নিহত জঙ্গি ফয়াজ আহমেদের অন্ত্যেষ্টিতে যোগ দিতে আসে অন্তত চার জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, তারাই একে-শ্রেণির স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে শূন্যে গুলি ছুড়ে ফয়াজকে ‘গান স্যালুট’ দেয়।
প্রসঙ্গত, গতকালই দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে খতম হয় ফয়াজ আহমেদ ওরফে সেঠা। একটি ঘটনার তদন্ত করতে রাজ্য পুলিশের একটি দল মীর বাজার অঞ্চলে তদন্ত করছিল।
সেই সময় আচমকা নিরাপত্তাবাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। এই গুলি বিনিময়ে খতম হয় কুলগামের কাইমো অঞ্চলের বাসিন্দা ফয়াজ। এছাড়া, এক পুলিশকর্মী ও তিন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়।
এদিকে, ‘গান স্যালুট’-এর বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। তাদের মতে, সাম্প্রতিককালে, স্থানীয় যুবকদের নিজেদের দিকে আকৃষ্ট করতে বিভিন্ন পন্থা অবলম্বন করছে জঙ্গি সংগঠনগুলি।
এরমধ্যে নিহত জঙ্গিদের অন্ত্যেষ্টিতে যোগ দেওয়ার প্রবণতা হালে বহুগুণ বেড়ে গিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের আশঙ্কা, এই প্রবণতা ভবিষ্যতে উপত্যকার আইনশৃঙ্খলার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।