Santosh Mitra Square: রঙের খেলায় মেতেছে সারা দেশ, বসন্ত উৎসব পালন হল লেবুতলা পার্কে, এবার নবম বর্ষ
ABP Ananda Live: শিয়ালদায় সন্তোষমিত্র স্কোয়ার। লেবুতলা পার্কে এক টুকরো শান্তিনিকেতন। রঙের খেলায় মেতেছে সারা দেশ, আর সেই সময় বসন্ত উৎসব পালন হচ্ছে লেবুতলা পার্কে। এবার নবম বর্ষ। রাজনীতিতে রঙের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। রাজনীতিকরাও তাই দলের দিন উৎসবের মেজাজে।
দোলের মাঝেই হুঙ্কার TMC সাংসদ পার্থর, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মানুষের সঙ্গে নেই..'
নৈহাটিতে রঙের উৎসবে রাজনীতির উত্তাপ। প্রভাতফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। বললেন, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে-ময়দানে নেই। একজন বিরোধীকেও দেখবেন না মানুষের সঙ্গে আছেন।'
কবি লিখেছিলেন, আলোকরসে মাতাল রাতে, বাজিল কার বেণু। দোলের হাওয়া সহসা মাতে, ছড়ায় ফুলরেণু। কিন্তু রাজনীতি সর্বস্ব বাংলাতে দোলের হাওয়াতেও রাজনীতি মিলেমিশে একাকার! দোলের দিনও বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিলেন ব্য়ারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ব্য়ারাকপুর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজনকেও দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আসতে, মানুষের সাথে আসতে, কোনও বিরোধী কেউ নেই।


















