সন্ত্রাস মোকাবিলায় অত্যাধুনিক সরঞ্জাম পাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ
জম্মু ও নয়াদিল্লি: জঙ্গি মোকাবিলায় আরও অত্যাধুনিক সরঞ্জাম পেতে চলেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
সন্ত্রাসের বিরুদ্ধ লড়াইয়ে রাজ্যের বাহিনীকে আরও উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে মেহবুবা মুফতি প্রশাসন। জানা গিয়েছে, উচ্চ-প্রযুক্তিসম্পন্ন গ্যাজেট—যেমন লিকুইড এক্সপ্লোসিভ ডিটেক্টর্স, ইনট্রুশন ডিটেকশন সিস্টেম এবং গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার, বম্ব ইনহিবিটর্স, বম্ব বেরিয়ার্স, রেডিও-ফ্রিকোয়েন্সি যুক্ত গাড়ি জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে আসতে চলেছে।
রাজ্য পুলিশের বিশেষ ডিজি (আইনশৃঙ্খলা) এস পি বৈদ জানান, আমরা চেষ্টা করছি পুলিশকে সর্বাধুনিক সুরক্ষা সরঞ্জাম দিতে, যাতে তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে পারে।
এই মর্মে ই-টেন্ডার ঘোষণা করেছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের অতিরিক্ত আইজি শেখ জুনেইদ মেহমুদ জানান, লিকুইড এক্সপ্লোসিভ ডিটেক্টর্স (এলইডি) একসঙ্গে প্রায় ১৫টি বিভিন্ন বিপজ্জনক তরল ও জেল আকারের বিস্ফোরক সনাক্ত করতে সক্ষম।
জম্মু ও কাশ্মীর প্রশাসন যেদিন এই উচ্চ প্রযুক্তি কেনার তোড়জোড় করছে, সেদিন দিল্লিতে কেন্দ্র জানাল যে, ২০১৬ সালে মোট ১৪৬ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে মোট ৯৭টি এনকাউন্টার হয়েছে।
পাশাপাশি, আরও ৭৬ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, দুপক্ষের লড়াইয়ে ৬০ জন নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন। আরও ১০৪ জন আহত হয়েছেন।