এক্সপ্লোর
Advertisement
গিলানির ডাকে সাড়া মিলল না, পুলিশের চাকরির জন্য আবেদন কাশ্মীরী তরুণদের
শ্রীনগর: কট্টরপন্থী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির ডাকে সাড়া মিলল না। হাজার হাজার কাশ্মীরী তরুণ পুলিশের চাকরি নিতে আগ্রহী। গিলানী কাশ্মীরী তরুণদের পুলিশের চাকরিতে যোগ না দেওয়ার আবেদন জানিয়েছেন।কিন্তু উপত্যকার হাজার হাজার তরুণ স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও)-র চাকরির জন্য আবেদন করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জম্মু ও কাশ্মীর পুলিশে ১০ হাজার যুবকের কর্মসংস্থান প্যাকেজ ঘোষণা করেছেন। সূত্রের খবর, এরপরই প্রায় পাঁচ হাজার তরুণ এই পদের জন্য আবেদন করেন এবং রাজ্যের বিভিন্ন জেলার ডেপুটি কমিশনারের অফিসগুলিতে ফিটনেস পরীক্ষায় যোগ দেন।
এসপিও পদের বেতন ছিল সামান্যই, মাসে মাত্র ৩ হাজার টাকা। গত জানুয়ারি থেকে বেতন বাড়িয়ে করা হয় মাসে ৬ হাজার টাকা।
প্রথমে এসপিও পদে আত্মসমর্পণকারী জঙ্গিদের নিয়োগ করা হত। পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপের সঙ্গে কাজ করেন এসপিও-রা। জম্মু ও কাশ্মীর পুলিশে রয়েছেন প্রায় ২৪ হাজার এসপিও।
গিলানি গত আগস্টে উপত্যকার তরুণদের এসপিও-র চাকরিতে যোগ না দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু এই আবেদনে সাড়া মেলেনি। সাম্প্রতিক অশান্তির প্রভাব বেশি পড়েছে অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাম ও সোপিয়ান জেলায়। এই চার জেলা থেকেই এসপিও পদের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। দক্ষিণ কাশ্মীরের ৫ হাজার তরুণ এই পদের জন্য আবেদন করেছেন। অনন্তনাগ থেকে এসেছে সবচেয়ে বেশি আবেদনপত্র। শ্রীনগরে আবেদন করেছেন ১,৩৬৩ জন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement