জেএনইউ-তে ঐশী ঘোষের ওপর হামলা, হস্টেল ভাঙচুর, ‘ভয়ঙ্কর’, তীব্র নিন্দা স্বরা, সোনম, স্বস্তিকা, অপর্ণার
ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ুয়াদের ওপর মুখে রুমাল বেঁধে গুণ্ডাদের হামলা। মাথা ফাটল জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। আক্রান্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুচরিতা সেন।
নয়াদিল্লি: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পর এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ুয়াদের ওপর মুখে রুমাল বেঁধে গুণ্ডাদের হামলা। মাথা ফাটল জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। আক্রান্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুচরিতা সেন। ভাঙচুর করা হয়েছে গার্লস হস্টেলও। বাম ছাত্র সংগঠন এসএফআই-এর তরফে অভিযোগ করা হচ্ছে, এবিভিপি-র অন্তত ১৫-২০ জন হাতে ব্যাট, রড হাতে গার্লস ক্যাম্পাসে ঢুকে নির্বিচারে হামলা চালায়। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে মুখে রুমাল বেঁধে একদল যুবক ব্যাট, রড হাতে ক্যাম্পাসে দাপিয়ে বেড়াচ্ছেন। আহত বাম ছাত্রনেত্রীকে এইএমএস ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন স্বরা ভাস্কর, তাপসী পান্নু, সোনম কপূর আহুজা, অনুরাগ কাশ্যপের মতো বলি তারকারা। ‘ভয়ঙ্কর ঘটনা, কী হচ্ছে এটা?’, সরব স্বস্তিকা মুখোপাধ্যায়ও।
What is @DelhiPolice doing ??? This is horrific. https://t.co/iqYIwtgh55
— Swastika Mukherjee (@swastika24) January 5, 2020
জেএনইউ-এর ঘটনার তীব্র নিন্দা করে অপর্ণা সেনের ট্যুইট, “এবিভিপি-র গুণ্ডারা জেএনইউ-এর পড়ুয়াদের ওপর হামলা চালিয়েছে। এমন ঘটনা আরও কত দেখতে হবে? আপনি কি শিরদাঁড়াহীন? হ্যাঁ আমি উদারপন্থী, ধর্মনিরপেক্ষ এবং এটা বিকল্প হলে আমি গর্বিত। এবিভিপি এবং পুলিশকে ধিক্কার”।
JNU students being beaten up by ABVP goons. Live on TV! How much longer are you going to look the other way? Or r u spineless? Yes I AM a liberal! Yes, I AM secular! And proud to be so if THIS is the alternative. Shame! Shame on ABVP & the police who are aiding & abetting them!
— Aparna Sen (@senaparna) January 5, 2020
“যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রতিপালিত হচ্ছে, সেখানে এমন ঘটনা ঘটছে। এই ঘটনা ভয়ের”, ট্যুইট তাপসী পন্নুর।
such is the condition inside what we consider to be a place where our future is shaped. It’s getting scarred for ever. Irreversible damage. What kind of shaping up is happening here, it’s there for us to see.... saddening https://t.co/Qt2q7HRhLG
— taapsee pannu (@taapsee) January 5, 2020
স্বরা ভাস্করের ট্যুইট, ‘জেএনইউ-তে সন্ত্রাস’। সোনম কপূর আহুজার প্রতিক্রিয়া, “মর্মান্তিক, জঘন্য এবং কাপুরষোচিত ঘটনা।”
Urgent appeal!!!! To all Delhiites PLS gather in large numbers outside the Main Gate of JNU campus on Baba Gangnath Marg.. to pressure the govt. & #DelhiPolice to stop the rampage by alleged ABVP masked goons on JNU campus. PLS PLS share to everyone in Delhi!???????????????? 9pm on 5th. Jan pic.twitter.com/IXgvvazoSn
— Swara Bhasker (@ReallySwara) January 5, 2020