জাত-পরিচয়ের ভুয়ো শংসাপত্রে পাওয়া সরকারি চাকরি বা সংরক্ষণে ভর্তি অবৈধ: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: জাত-পরিচয়ের ভুয়ো শংসাপত্র দেখিয়ে সরকারি দফতরে চাকরি বা সংরক্ষিত আসনে ভর্তি হলে, তা অবৈধ হিসেবে গণ্য হবে। এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ বম্বে হাইকোর্টের রায় খারিজ করে দেয়। ২০১৪ সালের ডিসেম্বরে উচ্চ আদালত তার রায়ে জানিয়েছিল, দফতরে দীর্ঘসময় কাটানোর পর কোনও সরকারি কর্মীর জাত-পরিচয়ের শংসাপত্র ভুয়ো বা জাল বলে প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাঁকে বরখাস্ত করা যাবে না।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে একাধিক আবেদন জমা পড়ে। এদিন সেই আবেদনের ভিত্তিতেই রায় দেয় সুপ্রিম কোর্ট। তবে, সর্বোচ্চ আদালত এ-ও জানিয়েছে, এই রায় এদিন থেকে কার্যকর হবে। অর্থাৎ, এদিনের পর যদি কারও শংসাপত্র ভুয়ো বলে প্রমাণিত হয়, তাহলে রায় সেক্ষেত্রে কার্যকর হবে। আগের ঘটনার ক্ষেত্রে তা হবে না।






















