এক্সপ্লোর
Advertisement
বিহারে হুমকি দিয়ে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হল সাংবাদিককে, নিন্দা নীতীশের
নয়াদিল্লি: দেশে গোরক্ষকদের তাণ্ডবের মধ্যেই এবার এক সাংবাদিকের ওপর চড়াও হল গৈরিক বাহিনী। গলায় গেরুয়া ফেট্টি বাঁধা একদল লোক ওই সাংবাদিককে গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করেছে বলে অভিযোগ। বিহারের সমস্তিপুর জেলায় গত সপ্তাহে এই ঘটনা ঘটেছে। নিজের ৯১ বছরের বৃদ্ধ বাবা, ৮৪ বছরের বৃদ্ধা মা ও স্ত্রী-সন্তানদের নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন তিনি।
একটা ট্রাককে রাস্তাজুড়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওই সাংবাদিক গাড়ি থামান। তাঁকে বলা হয়, ওই রাস্তার আশেপাশের এলাকায় সংঘর্ষ চলছে।তাই তাঁর ফিরে যাওয়া উচিত।
তিনি গাড়ি ঘোরাতেই ট্রাক থেকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে গলায় গেরুয়া ফেট্টি বাঁধা কয়েকজন নেমে আসে। তারা গাড়ির ভেতরে উঁকি দিয়ে দেখে। এরপরই ওই সাংবাদিককে ‘জয় শ্রীরাম’ বলতে বলে। মাটিতে লাঠি ঠুকে তারা এই দাবি করতে থাকে। তাদের কথা মতো ধ্বনি না দিলে গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওই সাংবাদিকের।
ওই সাংবাদিক বলেছেন, তাঁর বাবার মুখে দাড়ি ও স্ত্রীর ঘোমটা দেখে ওই বাহিনী তাঁদের মুসলিম বলে মনে করছিল। ওই সাংবাদিক আরও বলেছেন, সব ধর্মকেই সম্মান করেন তিনি। ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতেও তাঁর কোনও সমস্যা নেই। কিন্তু এবার চাপের মুখে, নিজের পরিবারের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁকে ‘জয় শ্রীরাম’ বলতে হল।
ঘটনাস্থল থেকে কিছুটা গিয়েই ওই সাংবাদিক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও অন্যান্যদের ট্যাগ করে ঘটনার ব্যাপারে ট্যুইট করেন।
নীতীশ এদিন বলেছেন, এ ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement