এক্সপ্লোর
উত্তরপ্রদেশের বাহরাইচের জঙ্গলে খুঁজে পাওয়া মেয়েটি নতুন ঘর পেল, নামও

লখনউ: কেউ তাকে বলত মোগলি, কেউ বনদুর্গা আবার কেউ জাঙ্গল গার্ল। এবার নতুন করে নামকরণ হল তার। উত্তরপ্রদেশের বাহরাইচের কাতারনিয়াঘাট অভয়ারণ্যের মোতিপুর রেঞ্জে হনুমানদের মধ্য থেকে উদ্ধার মেয়েটির নাম রাখা হয়েছে এহসাস। লখনউয়ে যে হোমে সে রয়েছে, সেখানেই হয়েছে তার নামকরণ।
ওই আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে, এহসাস প্রচলিত শব্দ, কোনও ধর্মের সঙ্গে যুক্ত নয়। মেয়েটি কোন ধর্মের জানা না থাকায় তার এই নামকরণ হয়েছে। তারা জানিয়েছে, মেয়েটির সমস্যা একটাই, সভ্য জগতের সঙ্গে সে একেবারেই সম্পর্কহীন। মানুষের সঙ্গে না থাকায় মানুষের সঙ্গে মেলামেশা করতে পারে না সে। ফলে জঙ্গলে যাওয়ার আগে সে কোথায় ছিল, কাদের সঙ্গে ছিল বোঝা মুশকিল।
গতকাল তাকে দেখতে ওই আশ্রমে যান রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী রীতা বহুগুণা জোশী।
যেহেতু মেয়েটিকে জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে ফলে তার মধ্যে র্যাবিসের সংক্রমণ হতে পারে। তাই চলছে তার রক্তপরীক্ষা। জীবাণু পাওয়া গেলে উপযুক্ত অ্যান্টিডোট দেওয়া হবে তাকে।
বাহরাইচের যে জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে, সেখানে বলা হয়েছে, তার বয়স ১১। আস্তে আস্তে তার অভ্যাস গড়ে তোলা হবে, প্রথম শেখানো হবে কী করে দাঁত মাজতে হয়। অন্য বাচ্চাদের সঙ্গেই রাখা হবে তাকে।
নতুন হোমে এসে স্বাভাবিকভাবেই রয়েছে এহসাস। জানা গিয়েছে, উদ্ধারের সময় তার সারা শরীরে ক্ষত ছিল, লম্বা চুল-নখ ছিল, গায়ে কোনও পোশাক ছিল না। উদ্ধারের সময় তাকে কেমন দেখতে ছিল, তার কোনও ছবি নেই। তবে ২৫ জানুয়ারি হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথম দিকে মানুষ দেখলে পেলেই বেডের তলায় লুকিয়ে পড়ত সে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
