এক্সপ্লোর
বিশ্ববিদ্যালয়ের শাস্তির সিদ্ধান্ত: প্রতিবাদে রিলে অনশনে বসছেন কানহাইয়া কুমার

নয়াদিল্লি: আফজল গুরুর স্মরণসভায় যোগ দেওয়া নিয়ে বিতর্কের জেরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে শাস্তিদানের সিদ্ধান্ত নিয়েছে ঠিকই। কিন্তু সে সিদ্ধান্ত মানতে নারাজ কানহাইয়া কুমার। উল্টে জেএনইউ ছাত্র সংসদের সভাপতি শাস্তিদানের ঘোষণার কপি পুড়িয়ে জানিয়ে দিয়েছেন, জেএনইউ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য রিলে অনশনে বসছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় চত্বরেই শাস্তিদানের কপি পুড়িয়ে দেন কানহাইয়া কুমার। অভিযোগ করেন, তদন্ত কমিটি জাতপাতবাদী। তাদের রিপোর্ট তাঁরা মানেন না। আফজল গুরুর স্মরণসভায় অপর দুই অংশগ্রহণকারী উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যকে কমিটির কাছে মতপ্রকাশেরও সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। সংসদ হামলার মুখ্য অপরাধী আফজল গুরুর স্মরণসভায় যোগ দেওয়ার কারণে কানহাইয়া, উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য সহ জনাকয়েক ছাত্রের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কানহাইয়াকে ১০,০০০ টাকা জরিমানা করে অব্যাহতি দেওয়া হলেও খালিদকে ১ সেমেস্টারের জন্য সাসপেন্ড করা হয়েছে। ২০,০০০ টাকা জরিমানাও হয়েছে তাঁর। আর অনির্বাণকে সাসপেন্ড করা হয়েছে ৫ বছরের জন্য। মুজিব গাট্টু নামে আর এক ছাত্রকে দুই সেমেস্টারের জন্য সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও শাস্তির মুখোমুখি হতে হয়েছে আরও ১০ ছাত্রছাত্রীকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















