(Source: ECI/ABP News/ABP Majha)
পর্দার আড়ালে পোশাক পরিবর্তনে অস্বস্তি! আবারও শিরোনামে কণিকা কপূর
কণিকা যে অভিযোগ করছেন, তা ভিত্তিহীন বলেও জানিয়েছেন চিকিৎসক আরকে ধিমান।
নয়াদিল্লি: লখনউয়ের সঞ্জয় গাঁধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সেস-এ চিকিৎসা চলছে করোনায় আক্রান্ত বলিউডের গায়িকা কণিকা কপূরের। ২০ মার্চ হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমে আইসিইউ এবং পরে কোয়ারেন্টিন ওয়ার্ডে রেখে তাঁর চিকিৎসা চলছে। এই গায়িকার এখনও পর্যন্ত পাঁচবার নমুনা পরীক্ষা হয়েছে এবং প্রত্যেকবারই রিপোর্ট ‘কোভিড-১৯ পজিটিভ’ এসেছে। এই অবস্থায় কণিকা ফের একবার শিরোনামে, তবে সেটা তাঁর শারীরিক সঙ্কটের জন্য নয়। কোয়ারেন্টিন ওয়ার্ডে পর্দার আড়ালেই মেডিক্যাল গাউন বদলাতে বলা হলে কণিকা তাতে সম্মত হননি। উল্টে, তিনি সেই পরিবেশে যে একবারেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন না, তাও জানিয়েছেন চিকিৎসকদের।
কণিকা কপূরের পরিবারের তরফে দাবি করা হয়, কণিকা যে ওয়ার্ডে রয়েছেন তার পরিবেশ ভাল নয়। নোংরা জমা হয়ে রয়েছে দেখে হাসপাতাল কর্মীদের তা পরিষ্কার করে দেওয়ার কথাও বলেন তারকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কণিকা নিজে লখনউয়ের হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, তাঁকে সঠিক ভাবে খাবারও দেওয়া হচ্ছে না। অনেক বলার পর দুটো কলা, একটা কমলা খেতে দেওয়া হয়েছিল, যার ওপর আবার মাছি বসেছিল বলে কণিকার অভিযোগ। এখানেই শেষ নয়। তাঁর আরও অভিযোগ তাঁকে পর্যাপ্ত পরিমাণ জলও দেওয়া হয়নি। হাসপাতালে থেকে তিনি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং অসহায় বোধ করছেন বলেও ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন কণিকা।
পড়ুন: 'চিকিৎসকদের পাথর ছুড়বেন না, ওঁরাই এই পরিস্থিতিতে রক্ষাকর্তা' আর্তি ঋষি, প্রীতি, জাভেদ, অমিতাভের
যদিও হাসপাতাল ডিরেক্টর ডঃ আরকে ধিমান সাফ জানিয়ে দেন, শ্রেষ্ঠ পরিষেবাই দেওয়া হচ্ছে কণিকাকে। গায়িকার দেখভাল করার জন্য ৪ ঘণ্টা অন্তর অন্তর কর্মীরা কাজ করছেন। প্রতি ৪ ঘণ্টা অন্তর ঘর পরিষ্কার করা হচ্ছে। কণিকা যে অভিযোগ করছেন, তা ভিত্তিহীন বলেও জানিয়েছেন চিকিৎসক আরকে ধিমান।