এক্সপ্লোর
মোদিকে ভোট দিয়ে সমস্যা মেটাতে আমার কাছে এসেছেন! চলে যান! কনভয় থামানোয় বিদ্যুত্কর্মীদের মেজাজ হারিয়ে বললেন কুমারস্বামী
কুমারস্বামীর বিস্ফোরক মন্তব্যের নিন্দা করে কর্নাটক বিজেপি হুঁশিয়ারি দিয়েছে, তিনি মানুষের কাছে ক্ষমা না চাইলে রাজ্যজুড়ে তারা আন্দোলনে নামবে।

বেঙ্গালুরু: মেজাজ হারালেন এইচ ডি কুমারস্বামী। কর্নাটকের জোট সরকারের মুখ্যমন্ত্রী ‘গ্রামে থাকা’ কর্মসূচি উপলক্ষ্যে রায়চুরে গিয়েছেন। সেখানেই নিজেদের দাবিদাওয়া পেশ করতে স্থানীয় বিদ্যুত্ কেন্দ্রের কর্মীরা তাঁর কাছে গেলে তিনি রেগে গিয়ে বলে ওঠেন, আপনারা নরেন্দ্র মোদিকে ভোট দিয়ে সমস্যা মেটাতে আমার কাছে এসেছেন! আপনারা চান, আপনাদের সম্মান করি! আপনাদের কি ব্যাটনের বাড়ি দেব? এখান থেকে চলে যান! মুখ্যমন্ত্রীর মুখে এ কথা শুনে স্তম্ভিত হয়ে যান বিদ্যুত্কর্মীরা। মুখ্যমন্ত্রী সেখান থেকে চলে যান। পরে একটি টিভি চ্যানেলকে বলেন, তিনি তাঁদের নানা সমস্যা সমাধানে ১৫ দিন সময় চেয়েছিলেন, কিন্তু ওই বিদ্যুত্কর্মীরা রাস্তা আটকে কনভয় অবরোধ করেন। এতেই তিনি ক্ষুব্ধ হয়েছেন। প্রধানমন্ত্রীর কনভয় অবরোধ করলে কেউ মেনে নিতেন, প্রশ্ন করেন কুমারস্বামী। কংগ্রেস, জেডি (এস) জোট সরকারের মুখ্যমন্ত্রী এও বলেন, তাঁর সরকার সহনশীল, কিন্তু অযোগ্য নয়, পরিস্থিতি সামলাতে জানে। কুমারস্বামীর বিস্ফোরক মন্তব্যের নিন্দা করে কর্নাটক বিজেপি হুঁশিয়ারি দিয়েছে, তিনি মানুষের কাছে ক্ষমা না চাইলে রাজ্যজুড়ে তারা আন্দোলনে নামবে। বিজেপির বিধান পরিষদ সদস্য তথা মুখপাত্র এন রবি কুমার বলেন, কুমারস্বামী বোধহয় ভুলে গিয়েছেন, তিনি মাত্র কয়েকজন জেডি (এস) কর্মী, বিধায়কের নন, সাড়ে ৬ কোটি রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী। কুমারস্বামীর আচরণ গণতন্ত্রের পরিপন্থী বলেও অভিমত জানান তিনি। বলেন, এটা গণতন্ত্র বিরোধী। মুখ্যমন্ত্রীর অবিলম্বে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দেন যে, ‘গ্রামে থাকা’ কর্মসূচির ঘোষিত উদ্দেশ্যই হল কৃষক, মহিলা, বাচ্চা, সামগ্রিক ভাবে আমজনতার অভাব-অভিযোগের কথা শুনে সমাধান করা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















