এক্সপ্লোর
নিজের অফিসে ছুরিকাহত কর্নাটকের লোকায়ুক্ত, গ্রেফতার হামলাকারী, সিদ্দারামাইয়া দায়ী, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

বেঙ্গালুরু: নিজের অফিসে ছুরিকাহত কর্নাটকের লোকায়ুক্ত পি বিশ্বনাথ শেট্টি। তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। স্থানীয় টিভি চ্যানেলগুলির খবরে প্রকাশ, নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের গলদের সুযোগ নিয়ে এক যুবক কোনও এক ছুতোয় ভিতরে ঢুকে বেশ কয়েকবার ছুরি দিয়ে কোপায় শেট্টিকে। তেজস শর্মা নামে ওই যুবককে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে বলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গা রেড্ডিকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
Siddaramaiah & Congress is fully responsible for this. It is time for them to go from Karnataka: Union Minister Ananth Kumar pic.twitter.com/jI3RT9VXlc
— ANI (@ANI) March 7, 2018
জখম অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাল্য হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি এখন বিপন্মুক্ত বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমারের অভিযোগ, কর্নাটকের আইনশৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা ফুটে উঠল এ ঘটনায়। এজন্য দায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কংগ্রেস। রাজ্য থেকে ওদের বিদেয় হওয়ার সময় এসে গিয়েছে। The accused has been taken into police custody & is being interrogated. It has been found that the accused had complained against 15-17 public servants in connection with supply of furniture. His allegations were not proved: T Suneel Kumar, Commissioner of Police #Bengaluru. pic.twitter.com/9OVxDIbm3Y
— ANI (@ANI) March 7, 2018
তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। খুনের উদ্দেশ্যেই এই হামলা বলে জানিয়েছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ দেবগৌড়া এ ঘটনায় আইন শৃঙ্খলার বেহাল দশা ফুটে উঠেছে বলে জানিয়ে এজন্য রাজ্য সরকারকে দায়ী করেন। জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনবার হামলাকারী ছুরি মারে লোকায়ুক্তকে। সে একাই ছিল। হামলাকারী টুমাকুরুর বাসিন্দা। পেশায় কন্ট্র্যাক্টর। লোকায়ুক্তর কাছে টেন্ডার সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানিয়েছিল সে। কর্নাটক কংগ্রেস এ ঘটনার নিন্দা করে বলেছে, খুবই দুঃখজনক ব্যাপার এটা। কী কারণে এই হামলা জানা দরকার। লোকায়ুক্তের ওপর হামলাকে খুবই গুরুত্ব দিয়ে দেখছি আমরা। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















