এক্সপ্লোর
Advertisement
৪ মাস করোনা আক্রান্তদের শুশ্রূষা করেছিলেন, সংক্রমিত হয়ে মৃত্যু কাশ্মীরের সেই চিকিৎসকের
করোনা রিপোর্ট পজিটিভ আসার পরে শ্রীনগরের শের ই কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছিলেন।
শ্রীনগর: প্রথম সারির করোনা যোদ্ধা ছিলেন। গত ৪ মাস ধরে করোনা আক্রান্তদের চিকিৎসা করেছেন। পরে তিনি নিজেই সংক্রমিত হন। এবার মারাই গেলেন কাশ্মীরের সেই চিকিৎসক মহম্মদ আশরফ মীর।
করোনা রিপোর্ট পজিটিভ আসার পরে শ্রীনগরের শের ই কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছিলেন। রবিবার সকালে তিনি মারা যান। এই নিয়ে গোটা দেশে প্রায় দুশোজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) একটি বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত ১৯৬জন চিকিৎসক করোনার বলি হয়েছেন, যাঁদের মধ্যে ১৭০জনের বয়স পঞ্চাশের ওপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আইএমএ-র তরফে আবেদন করা হয়েছে চিকিৎসকদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
শিক্ষা
Advertisement