এক্সপ্লোর
Advertisement
কংগ্রেস-বিজেপি ‘স্বামী, স্ত্রী’! কটাক্ষ কেজরীবালের
পানাজি: কংগ্রেস, বিজেপির মধ্যে পরস্পরকে আঘাত না করার ‘অলিখিত বোঝাপড়া’ রয়েছে বলে কটাক্ষ অরবিন্দ কেজরীবালের। গোয়ায় দলীয় স্বেচ্ছাসেবকদের সভায় তিনি বলেছেন, আমার ধারণা, ওই দুটি দলের মধ্যে স্বামী-স্ত্রী গোছের সম্পর্ক তৈরি হয়েছে। মিস্টার ও মিসেস বিজেপি-কংগ্রেস। ঘরের চার দেওয়ালের মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া যেমন, ওদের ব্যাপারটাও তেমনই। দুজনেই দুজনের গোপন কথা জানে!
সামনের বছরই গোয়ায় বিধানসভা নির্বাচন। গতকাল পানাজিতে পৌঁছে দলের প্রচারের সূচনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। আজ বলেন, বিজেপি কংগ্রেসের গোপন কাহিনি জানে, কংগ্রেসও বিজেপিরটা জানে। আমায় একজন বলেছে, গোয়ায় কংগ্রেস নেতাদের অনেক ফাইল মনোহর পর্রীকরের (প্রতিরক্ষামন্ত্রী) কাছে আছে। কিন্তু তিনি ওঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেবেন না। শুধু ফাইলগুলি দেখিয়ে কংগ্রেসকে ভয় দেখিয়ে যাবেন। তলে তলে দু দলের ভাল বোঝাপড়া আছে, তারা মানুষকে বোকা বানাচ্ছে বলে তিনি এও অভিযোগ করেন, বিজেপি, কংগ্রেস উভয়েই মানুষকে লুট করেছে। দুজনেই মাফিয়া রাজ চালাচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement