কয়েন গিলে মৃত্যু ৩ বছরের শিশুর, হাসপাতালের ‘প্রেসক্রিপশন’, কলা খেলেই নাকি বেরিয়ে যেত!
৩ হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের।
এর্নাকুলাম: কেরলে কয়েন গিলে মৃত্যু তিন বছরের শিশুর। ৩ হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের। অভিযোগ, পৃথ্বীরাজ নামের ওই শিশু কয়েন গিলে নেওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসা হয়নি। কয়েন বের করে আনার পরিবর্তে হাসাপাতালের তরফে পরামর্শ দেওয়া হয়েছে কলা খাওয়ানোর। একটি হাসপাতাল নয়, পর পর ৩টি হাসপাতালের অবহেলায় মৃত্যু হয়েছে পৃথ্বীরাজের। অভিযোগ বাবা রাজা ও মা নন্দিনীর।
দক্ষিণ ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পৃথ্বীরাজ নামের ওই বালক কয়েন গিলে নেওয়ার পর তাঁকে দ্রুত অলুভা তালুক হাসপাতালে নিয়ে আসেন রাজা-নন্দিনী। সেখানে বলা হয়, সার্জেন নেই। স্থানান্তরিত করা হয় এর্নাকুলাম জেনারেল হাসপাতালে। সেখানে আবার বলা হয়, কোনওরকম অপারেশনের প্রয়োজন নেই, কলা খেলেই কয়েন বেরিয়ে যাবে। কোনও উপায় না পেয়ে এরপর তড়িঘড়ি আলপুঝা মেডিক্যাল কলেজে পৃথ্বীকে নিয়ে যায় তার মা-বাবা। ৭০ কিলোমিটার পথ পেরিয়ে মেডিক্যালে নিয়ে যাওয়ার পর সেখানে জানানো হয়, ভয়ের কোনও কারণ নেই। ৩ দিন পর অপারেশন করা হবে। এরপর ছেলেকে ওই অবস্থায়ই বাড়ি নিয়ে আসেন তাঁরা। রবিবার সকালে ছটফট করতে করতে মারা যায় পৃথ্বীরাজ।
তিন হাসপাতালের বিরুদ্ধেই অবহেলার অভিযোগ এনেছেন পৃথ্বীর মা। যদিও এই ঘটনায় সরকার বা হাসপাতালের তরফে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।